দ্য চ্যাপলিন রিভিউ

দ্য চ্যাপলিন রিভিউ (ইংরেজি: The Chaplin Revue) হল চার্লি চ্যাপলিন নির্মিত তিনটি চলচ্চিত্রের সমন্বয়ে ১৯৫৯ সালের চলচ্চিত্র। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তিনটি হল আ ডগ্‌স লাইফ, সোল্ডার আর্মস, ও দ্য পিলগ্রিম। তিনটি ছবির গল্পই চ্যাপলিনের ট্রেডমার্ক চরিত্র দ্য ট্রাম্পকে কেন্দ্র করে আবর্তিত। ১৯৫৯ সালে মুক্তির সময় চ্যাপলিন আধুনিক দর্শকদের আকৃষ্ট করতে এতে সঙ্গীত যোগ করেন। এছাড়া প্রাসঙ্গিকতা রক্ষার্থে চ্যাপলিন এতে প্রথম বিশ্বযুদ্ধের কিছু ক্লিপসহ অতিরিক্ত ফুটেজ যোগ করেন। তিনি প্রতিটি ক্লিপের ভূমিকা প্রদান করেন।

দ্য চ্যাপলিন রিভিউ
পরিচালকচার্লি চ্যাপলিন
প্রযোজকচার্লি চ্যাপলিন
রচয়িতাচার্লি চ্যাপলিন
শ্রেষ্ঠাংশে
সুরকারচার্লি চ্যাপলিন
সম্পাদকপল ডেভিস
ডেরেক পারসন্স
প্রযোজনা
কোম্পানি
চার্লস চ্যাপলিন প্রডাকশন্স
রয় এক্সপোর্ট কোম্পানি
পরিবেশকইউনাইটেড আর্টিস্ট্‌স
মুক্তি সেপ্টেম্বর ১৯৫৯ (1959-09-01)
দৈর্ঘ্য১১৯ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
ভাষানির্বাক
ইংরেজি (আন্তঃভাষ্য)

বর্তমান ডিভিডি সংকলনে চ্যাপলিনের ফার্স্ট ন্যাশনালের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রগুলো, তথা দি আইডল ক্লাস, পে ডে, আ ডেস প্লেজারসানিসাইড এবং ১৯১৮ সালে নির্মিত প্রচারণামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য বন্ড বিশেষ চলচ্চিত্র হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। ডেভিড রবিনসনের দেওয়া ভূমিকা এবং দৃশ্যায়নের পিছনের ফুটেজও যোগ করা হয়েছে।[1]

কুশীলব

অভিনয়শিল্পীআ ডগ্‌স লাইফসোল্ডার আর্মসদ্য পিলগ্রিম
চার্লি চ্যাপলিনদ্য ট্রাম্পচাকরি প্রার্থীপলাতক আসামী
এডনা পারভায়েন্সবারে গায়িকাফরাসি তরুণীমিস ব্রাউন
সিডনি চ্যাপলিনদোকান মালিককাইজারবাচ্চার বাবা
হেনরি বার্গম্যানবেকার লোকফিল্ড মার্শালট্রেনে শেরিফ
চার্লস রেইজনারএজেন্সির কেরানি-ক্রুক
আলবার্ট অস্টিনকেরানিশেফার-
টম উইলসনপুলিশ কর্মকর্তাসার্জেন্ট-
লয়্যাল আন্ডারউড - খাট জার্মান কর্মকর্তাএল্ডার
জ্যাক উইলসন-রাজকুমার-
জন র‍্যান্ড-জার্মান সেনা-
জে. পার্ক জোন্স-মার্কিন সেনা-
টম মারি--শেরিফ ব্রায়ান
ডিন রেইজনার--ছোট বাচ্চা
মে ওয়েলস - -ছোট বাচ্চার মা
ম্যাক সোয়াইন--ডিকন
কিটি ব্র্যাডবারি--মিসেস ব্রাউন (এডনার মা)
এম.জে. ম্যাকার্থিবেকার লোক--
মেল ব্রাউনবেকার লোক--
চার্লস ফোর্সবেকার লোক--
বার্ট অ্যাপলিংবেকার লোক--
টমাস রাইলিবেকার লোক--
স্লিম কোলবেকার লোক--
টেড এডওয়ার্ডসবেকার লোক--
লুই ফিট্‌জরয়বেকার লোক--

তথ্যসূত্র

  1. "The DVD Journal | Reviews : The Chaplin Revue: The Chaplin Collection"ডিভিডি জার্নাল। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.