দুমলং
দুমলং বাংলাদেশের একটি পর্বতশৃঙ্গ। বেসরকারিভাবে এটিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলে দাবী করা হয়। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় অবস্থিত। এ পর্বতের উচ্চতা ৩,৩১৪ ফুট। [1] এটি রাঙ্গামাটি জেলার সর্বোচ্চ পর্বত ও দেশের ১০০০ মিটারের অধিক উচ্চতার ৩ টি পর্বতের মধ্যে একটি।
দুমলং | |
---|---|
![]() দুমলং | |
সর্বোচ্চ সীমা | |
উচ্চতা | ১,০১০ মিটার (৩,৩১০ ফুট) |
সুপ্রত্যক্ষতা | |
বিচ্ছিন্নতা | |
ভূগোল | |
![]() ![]() দুমলং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অবস্থিত | |
অবস্থান | বিলাইছড়ি, রাঙ্গামাটি জেলা, বাংলাদেশ |
প্রদেশ | BD |
মূল পরিসীমা | রাংত্লং |
ভূতত্ত্ব | |
পর্বতের ধরন | পর্বত |
অবস্থান ও উচ্চতা
বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় দুমলং পর্বত অবস্থিত। এটি রাংত্লং পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত ও রাইংক্ষ্যং হ্রদের পার্শবর্তী প্রাংজং পাড়ার কাছে এর অবস্থান। নেচার অ্যাডভেঞ্চার ক্লাব নামে ঢাকার একটি বেসরকারি ভ্রমণ সংগঠন জারমিন জি.পি.এস. (গোবাল পজিশনিং সিস্টেম) এর সাহায্যে পর্বতটির উচ্চতা পরিমাপ করে ও একে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত বলে দাবী করে। [2] তাদের হিসাব অনুসারে পর্বতটির উচ্চতা ৩,৩১৪ ফুট। ২২°০২′০২.১″ উত্তর অক্ষাংশে ও ৯২°৩৫′৩৬.৩″ পূর্ব দ্রাঘিমাংশে দুমলং পর্বতটি অবস্থিত।
==নামকরণ=jjhgffhu
তথ্যসূত্র
- "দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের সন্ধান লাভ"। দৈনিক জনকন্ঠ। ২৭ ফেব্রুয়ারি ২০১১। ২০১৮-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫।
- "'Second highest hill' spotted by 4 youths"। ডেইলি স্টার। ২৮ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫।