বাংলাদেশের পর্বতসমূহের তালিকা

বাংলাদেশ নিম্নভূমির দেশ। বাংলাদেশে শুধুমাত্র দক্ষিণ পূর্বে চট্টগ্রামে পাহাড়, উত্তর পূর্বে সিলেটে নিচু পাহাড় এবং উত্তর ও উত্তর-পশ্চিমে কিছু উচ্চভূমি আছে। নিচে বাংলাদেশের ৩০০০ ফুটের উপরের পাহাড় চূড়াসমূহের একটা তালিকা দেওয়া হলো।

৩০০০ ফুটের অধিক চূড়াসমূহের তালিকা

ক্রম
নাম
উচ্চতা
অবস্থান
টীকা
সাকা হাফং ৩,৪৬৫ ফুট (১,০৫৬ মিটার)থানচি, বান্দরবান
  • অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া
  • ২০০৬ সালে ইংরেজ পর্যটক গিঞ্জ ফুল্লেন চূড়ায় আরোহণ করেন।
জো তল্যাং/মোদক মুয়াল৩,৩৩৫ ফুট (১,০১৭ মিটার)থানচি, বান্দরবান
  • ২০০৫ সালে বাংলাদেশী পর্যটক সুব্রত দাস নিতিশ এবং বিজয় সঙ্কর কর চূড়ায় আরোহণ করেন।
দুমলং৩,৩১৪ ফুট (১,০১০ মিটার)বিলাইছড়ি, রাঙামাটি
  • রাঙামাটির সর্বোচ্চ চূড়া।
  • ২০১১ সালে নেচার অ্যাডভেঞ্চার ক্লাব দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।
জোগি হাফং৩,২৫১ ফুট (৯৯১ মিটার)থানচি, বান্দরবান
  • ২০১২ সালে এই পাহাড়ের চূড়ায় আরোহণ করা হয়
কেওক্রাডং৩,২৩৫ ফুট (৯৮৬ মিটার)রুমা, বান্দরবান
  • বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ট্রেকিং রুট।
মাইথাই জামা হাফং৩,১৭৪ ফুট (৯৬৭ মিটার)বিলাইছড়ি, রাঙামাটি
  • ২০১৪ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।
থিংদৌল তে ত্ল্যাং৩,১৪৯ ফুট (৯৬০ মিটার)রুমা, বান্দরবান
  • Highest peak of Lowmbok row range.
  • ২০১২ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।[1]
মুখ্রা থুথাই হাফং৩,১২৯ ফুট (৯৫৪ মিটার)বিলাইছড়ি, রাঙামাটি
  • ২০১৩ সালে উচ্চতা পরিমাপ করা হয়
কপিতাল৩,০৯৪ ফুট (৯৪৩ মিটার)রুমা, বান্দরবান
  • This flat mountain top once used as a hide out place by separatist group from Mizoram.
10ক্রেইকুং তং/ন্যারা্ম্ ত্ল্যাং৩,০৮৩ ফুট (৯৪০ মিটার)রুমা, বান্দরবান
  • ২০১২ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয়।
11রাং ট্লাংমাপা হয়নিবিলাইছড়ি, রাঙামাটি
12নাসাই হুম৩,০০৫ ফুট (৯১৬ মিটার)থানচি, বান্দরবান
  • Most south-east corner peak of Bangladesh.
  • Elevation measured during the joint expedition of Sangu source by D-way expeditors & Nature Adventure Club in 2011.[2]
13 আইয়াং ত্লং৩,২৯৮ ফুট (১,০০৫ মিটার)থানচি, বান্দরবান[3]
  • ২০১৯ সালে প্রকৌশলী জ্যোতির্ময় ধর , সর্ব প্রথম একজন প্রথম বাংলাদেশী হিসেবে চূড়াটিতে আরোহণ করেন।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.