আইয়াং ত্লং

আইয়াং ত্লং বাংলাদেশের একটি পাহাড়চূড়া । বাংলাদেশ – মিয়ানমার সীমান্তে চূড়াটি অবস্থিত। [1] বান্দরবন জেলার , থানচি উপজেলার , রেমাক্রি মৌজার , দালিয়ান হেডম্যান পাড়ার , আদিবাসী বম সম্প্রদায়ের ভান রউসাং বম, সর্বপ্রথম এই পাহাড়ের সন্ধান পান। [2]

আইয়াং ত্লং
আইয়াং ত্লং বাংলাদেশের একটি পাহাড়চূড়া
দালিয়ান পাড়া থেকে আইয়াং ত্লং এর দৃশ্য ।
সর্বোচ্চ সীমা
উচ্চতা১,০০৫ মিটার (৩,২৯৭ ফুট)
সুপ্রত্যক্ষতা
বিচ্ছিন্নতা
স্থানাঙ্ক২১°৪০′২৩.৭৮″ উত্তর ৯২°৩৬′১৬.০১″ পূর্ব
ভূগোল
আইয়াং ত্লং
বাংলাদেশে অবস্থান (মায়ানমার সীমান্ত সংলগ্ন)
অবস্থানথানচি, বান্দরবান
প্রদেশBD
মূল পরিসীমামোদক রেঞ্জ
ভূতত্ত্ব
পর্বতের ধরনপর্বত

২০১৯ সালের ১৩ই নভেম্বর , সৌখিন পর্বতারোহী প্রকৌশলী জ্যোতির্ময় ধর , সর্ব প্রথম একজন প্রথম বাংলাদেশী হিসেবে চূড়াটিতে আরোহণ করেন এবং এর অবস্থান নির্ণয় করেন ২১°৪০′২৩.৭৮″ উত্তর ৯২°৩৬′১৬.০১″ পূর্বস্থানাঙ্ক, ২১°৪০′২৩.৭৮″ উত্তর ৯২°৩৬′১৬.০১″ পূর্ব। তিনি এই চূড়াটির উচ্চতা পরিমাপ করে পান ৩২৯৮ ফুট। [3][4]

চূড়া জয় করে ফিরে আসার পর দালিয়ান হেডম্যান পাড়ার হেডম্যান “লাল রাম বম” , প্রকৌশলী জ্যোতির্ময় ধরের এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন। নিকটস্থ বিজিবি ক্যাম্পে এই অভিযান রেকর্ড করে রাখা হয়। [5]

প্রকৌশলী জ্যোতির্ময় ধর , তাঁর এই পুরো অভিযান এবং সামিট ,তাঁর প্রিয়তমা ডাঃ রিনি ধরকে উৎসর্গ করেন এবং তাঁর নাম অনুসারে বাংলা ভাষায় এই নতুন সন্ধান পাওয়া পাহাড়ের নামকরণ করেন “রিনির চূড়া”। [5][6][7]

চট্টগ্রাম থেকে “আইয়াং ত্নং বা রিনির চূড়া” তে যাওয়ার রাস্তা : চট্টগ্রাম – বান্দরবান – থানচি -রেমাক্রি – দালিয়ান পাড়া বেস ক্যাম্প – অয়াই জংশন – “আইয়াং ত্নং রিনির চূড়া ”। [8]

যোগী হাফং থেকে আইয়াং ত্লং চূড়া (১ম) এবং জো-ত্লং চূড়া (২য়)

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.