তলোয়ার
তলোয়ার হল উপমহাদেশের এক ধরনের বাঁকা অসি যা আধুনিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানে পাওয়া যায়।
তলোয়ার | |
---|---|
আঠারোশ শতাব্দীর তলোয়ার | |
প্রকার | Sword |
উদ্ভাবনকারী | দক্ষিণ এশিয়া |
ব্যবহার ইতিহাস | |
ব্যবহারকারী | আরব ও তুর্কি আক্রমণকারীদের মাধ্যমে ভারতে এর প্রথম উদ্ভব; দিল্লির তুর্কী সুলতানগণ, মুঘল সাম্রজ্য এবং বিভিন্ন ব্যক্তি ও জাতি কর্তৃক তলোয়ার ব্যবহৃত হয়েছে। এমন জাতিগুলোর মধ্যে রয়েছে মারাঠা, রাজপুত আর শিখরা। |
উৎপাদন ইতিহাস | |
উৎপাদনকাল | প্রারম্ভিক ধরনের ১৩০০, ক্লাসিক ফর্ম ১৫০০ |
তথ্যাবলি |
ইতিহাস
তলোয়ার অন্যান্য বাঁকা অসি যেমন আরব সাইফ, ফার্সি শমসের, তুর্কি কিলিজ এবং আফগান পুলয়ার এর পাশাপাশি উদ্ভূত, এই সব বাঁকা অসিগুলো উদ্ভূত হয়েছে মধ্য এশিয়ার তুরস্কের উন্নত বাঁকা অসি থেকে। [1]
তথ্যসূত্র
- Nicolle, p. 175
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.