শিখ

শিখ ধর্মের অনুসারীদেরকে শিখ বলা হয়। এই শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। মূলত সংস্কৃত শিষ্য শব্দ থেকে এই শব্দটি এসেছে। শিষ্য মানে শিক্ষার্থী বা শিক্ষানুরাগী। অথবা সংস্কৃত শব্দ শিক্ষা থেকে এই শব্দের উৎপত্তি, যার অর্থ হলো নির্দেশ, উপদেশ ইত্যাদি। ১৫ শতাব্দীতে ভারতের পাঞ্জাব প্রদেশে এ ধর্মের গোড়াপত্তন হয়। একজন শিখ তার গুরুর অনুসারী হয়। একজন শিখকে চেনার উপায় হলো পাঁচটি "ক"। ১-কেশ (চুল)। ২-কারা (শিখদের ডানহাতে পড়ার বিশেষ বন্ধনী)। ৩-কৃপাণ (ছোট এক প্রকারের তরবারি)। ৪-কাশেরা(বিশেষ ধরনের অন্তর্বাস)। ৫-কঙ্গ(পাগড়ীর সাথে থাকা চিরুনী)। তবে এগুলো তাদের চিহ্ন যাদেরকে ধর্মীয় নিয়ম মেনে বিশেষভাবে পরিশুদ্ধ করা হয়েছে। এছাড়া মুখভর্তি দাড়ি, পাগড়ি বা ডান হাতে ব্রেসলেট দেখে অনায়াসেই একজন শিখকে চিহ্নিত করা সম্ভব। ব্রেসলেটটিকে পাঞ্জাবি ভাষায় "কারা" বলা হয়। এছাড়া তাদের অধিকাংশ পুরুষের নামে "সিং" (সিংহ) এবং নারীদের নামে "কাউর" (রাজকন্যা) উপাধি থাকে। শিখদের অধিকাংশই বসবাস করে ভারতের পাঞ্জাব এলাকায়। অবশ্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলেও তাদের বিস্তৃতি রয়েছে।

শিখ
মোট জনসংখ্যা
২ কোটি ৬০ লাখ
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
ধর্ম
শিখ ধর্ম
ধর্মগ্রন্থ
গুরু গ্রন্থ সাহিব
ভাষা
হিন্দি, পাঞ্জাবি

শিখ গুরুবৃন্দ

#নামজন্ম তারিখগুরুত্ব অর্জনমৃত্যু তারিখবয়স
নানক দেবএপ্রিল ১৫, ১৪৬৯আগস্ট ২০, ১৫০৭সেপ্টেম্বর ২২, ১৫৩৯৬৯
অঙ্গদ দেবমার্চ ৩১, ১৫০৪সেপ্টেম্বর ৭, ১৫৩৯মার্চ ২৯, ১৫৫২৪৮
অমর দাসমে ৫, ১৪৭৯মার্চ ২৬, ১৫৫২সেপ্টেম্বর ১, ১৫৭৪৯৫
রাম দাসসেপ্টেম্বর ২৪, ১৫৩৪সেপ্টেম্বর ১, ১৫৭৪সেপ্টেম্বর ১, ১৫৮১৪৬
অঞ্জন দেবএপ্রিল ১৫, ১৫৬৩সেপ্টেম্বর ১, ১৫৮১মে ৩০, ১৬০৬৪৩
হর গোবিন্দজুন ১৯, ১৫৯৫মে ২৫, ১৬০৬ফেব্রুয়ারি ২৮, ১৬৪৪৪৮
হর রায়জানুয়ারি ১৬, ১৬৩০মার্চ ৩, ১৬৪৪অক্টোবর ৬, ১৬৬১৩১
হর কৃষানজুলাই ৭, ১৬৫৬অক্টোবর ৬, ১৬৬১মার্চ ৩০ ১৬৬৪
তেগ বাহাদুরএপ্রিল ১, ১৬২১মার্চ ২০, ১৬৬৫নভেম্বর ১১, ১৬৭৫৫৪
১০গুরু গোবিন্দ সিংডিসেম্বর ২২, ১৬৬৬নভেম্বর ১১, ১৬৭৫অক্টোবর ৭, ১৭০৮৪১

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.