ডোরেমন (১৯৭৯-এর অ্যানিমে)

ডোরেমন (ドラえもん) হল অ্যানিমে পরিবার কমেডি সিরিজ যেটি লিখেছেন ফুজিকো এফ. ফুজিও। এটি জাপানের জনপ্রিয় মাঙ্গার উপর ভিত্তি করে রচিত। এই সিরিজটি ১৯৭৩ সালের অ্যানিমে সিরিজ থেকে অধিক জনপ্রিয় ছিল। এটির প্রিমিয়ার হয়  এপ্রিল ১৯৭৯ (1979-04-02) সালে টিভি আশাহিতে।[1]

ডোরেমন (১৯৭৯-এর অ্যানিমে)
ডোরেমন লোগো
পর্ব সংখ্যাডোরেমনের (১৯৭৯-এর অ্যানিমে) পর্বতালিকা
মুক্তি
মূল চ্যানেলটিভি আশাহি (জাপান)
মূল মুক্তির তারিখ২ এপ্রিল ১৯৭৯ (1979-04-02) 
১৮ মার্চ ২০০৫ (2005-03-18)
মৌসুম কালক্রম

পর্ব তালিকা

সঙ্গীত

ওপেনিং থিম

১৯৭৯ থেকে ২০০৫ সালের মধ্যে ডোরেমনের সাপ্তাহিক সিরিজে ডোরেমনের গান (ドラえもんのうた, ডোরেমন নো উটা) গানটি ডোরেমনের থিম সংঙ্গীত হিসেবে ব্যবহার হয়েছে, যা শুরু থেকে শেষ পর্যন্ত মোট ৫ জন গায়ক গেয়েছিলেন:

গায়কশুরুর তারিখশুরুর পর্বশেষ তারিখশেষ পর্ব
১.কুমিকো ওসুগি (大杉久美子)এপ্রিল ২, ১৯৭৯পর্ব ১অক্টোবর ২, ১৯৯২পর্ব ১১৯৯
২.সাতোকো ইয়ামানো (山野さと子)অক্টোবর ৯, ১৯৯২পর্ব ১২০০সেপ্টেম্বর ২০, ২০০২পর্ব ১৬৮১
৩.টোকিও পুরিন (東京プリン)অক্টোবর ৪, ২০০২পর্ব ১৬৮২এপ্রিল ১১, ২০০৩পর্ব ১৭০৫
৪.মিসাতো ওয়াতানাবে (渡辺美里)এপ্রিল ১৮, ২০০৩পর্ব ১৭০৬এপ্রিল ২৩, ২০০৪পর্ব ১৭৫২
৫.এজেআইএপ্রিল ৩০, ২০০৪পর্ব ১৭৫৩মার্চ ১৮, ২০০৫পর্ব ১৭৮৭

ফুজিকো ফুজিও থিয়েটারে (藤子不二雄劇場, ফুজিকো ফুজিও জেকিজো) পৃথক সপ্তাহে ডোরেমন সিরিজের জন্য দুটি গান ব্যবহৃত হত।

নামগানের শিরোনামশুরুর তারিখশুরুর পর্বশেষ তারিখশেষ পর্ব
১.কুমিকো ওসুগি (大杉久美子)"ডোরেমন নো উটা" (ドラえもんのうた)এপ্রিল ২, ১৯৭৯পর্ব ১সেপ্টেম্বর ২৯, ১৯৭৯পর্ব ১৫৬
২.নবুয় ওয়ামা, কূরোজি '৭৩ (大山のぶ代, こおろぎ'৭৩)"বকু ডোরেমন" (ぼくドラえもん)অক্টোবর ১, ১৯৭৯পর্ব ১৫৭সেপ্টেম্বর ২৩, ১৯৮১পর্ব ৬১৭

সমাপনী থিম

সমাপনী থিম ১৯৭৯ থেকে ২০০৫ সালের সময় ডোরেমন প্রচারের সময় ব্যবহৃত হত:

গানের শিরোনামগায়কশুরুর তারিখশুরুর পর্বশেষ তারিখশেষ পর্ব
১."আওই সোরা ওয়া পকেট সা" (青い空はポケットさ)কুমিকো ওসুগি (大杉久美子)এপ্রিল ৮, ১৯৭৯পর্ব ৬.৫সেপ্টেম্বর ২৭, ১৯৮১পর্ব ৬১৮
২."মারু-গাও নো উটা" (まる顔のうた)নবুয় ওয়ামা (大山のぶ代)অক্টোবর ২, ১৯৮১পর্ব ৬১৯মার্চ ৩০, ১৯৮৪পর্ব ৭৫৭
৩."সান্তা ক্লুস ওয়া দোকো ন হিতো" (サンタクロースはどこのひと)নবুয় ওয়ামা (大山のぶ代)নভেম্বর ১৮, ১৯৮৩পর্ব ৭৩৮ডিসেম্বর ৩০, ১৯৮৩পর্ব ৭৪৪
৪."বোকু-তাচি চিকিউ-জিন" (ぼくたち地球人)মিতসুকো হরিয়ে (堀江美都子)এপ্রিল ৬, ১৯৮৪পর্ব ৭৫৮এপ্রিল ৮, ১৯৮৮পর্ব ৯৭১
৫."আওযোরা-তে লিনা" (青空っていいな)মিতসুকো হরিয়ে (堀江美都子)এপ্রিল ১৫, ১৯৮৮পর্ব ৯৭২অক্টোবর ২, ১৯৯২পর্ব ১১৯৯
৬."আশিতা মো তোমোদাকি" (あしたも♥ともだち)ইউই নিশিওয়াকি (にしわきゆい)অক্টোবর ৯, ১৯৯২পর্ব ১২০০এপ্রিল ৭, ১৯৯৫পর্ব ১৩৪৬
৭."বকু ডোরেমন২১১২" (ぼくドラえもん২১১২)নবুয় ওয়ামা, কূরোজি '৭৩ (大山のぶ代、こおろぎ'৭৩)এপ্রিল ১৪, ১৯৯৫পর্ব ১৩৪৭সেপ্টেম্বর ২০, ২০০২পর্ব ১৬৮১
৮."মাতা আয়েরু হি মাদে" (またあえる日まで)ইউজু (ゆず)অক্টোবর ৪, ২০০২পর্ব ১৬৮২এপ্রিল ১১, ২০০৩পর্ব ১৭০৫
৯."তানাপোপো নো উটা" (タンポポの詩)দ্য আলফি (ジ・アルフィー)এপ্রিল ১৮, ২০০৩পর্ব ১৭০৬অক্টোবর ৩ বা ৪, ২০০৩পর্ব ১৭২৯
১০."ইউমে বিয়োরি" (YUME日和)হিতোমি শিমাতানি (島谷ひとみ)অক্টোবর ১০, ২০০৩পর্ব ১৭৩০মে ২৮, ২০০৪পর্ব ১৭৫৭
১১."আ লি না!" (あぁ いいな!)ডব্লিউ (ダブルユー)জুন ৪, ২০০৪পর্ব ১৭৫৮মার্চ ১৮, ২০০৫পর্ব ১৭৮৭

পৃথক সপ্তাহে ডোরেমন সিরিজের জন্য তিনটি গান ব্যবহৃত হত।

গানের শিরোনামগায়ক
১."ডোরেমন একাকি-উটা" (ドラえもん・えかきうた)নবুয় ওয়ামা (大山のぶ代)
২."ডোরেমন অন্দো" (ドラえもん音頭)নবুয় ওয়ামা, কূরোজি '৭৩ (大山のぶ代、こおろぎ'৭৩)
৩."ডোরামি-চান একাকি-উটা" (ドラミちゃんのえかきうた)কেইকো ইয়োকোযাওয়া (横沢啓子)

তথ্যসূত্র

  1. "ドラえもん (১৯৭৯~২০০৫)"allcinema (জাপানি ভাষায়)। Stingray। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৯, ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.