ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য গ্যালাক্সি সুপার-এক্সপ্রেস

নোবিতা অ্যান্ড দ্য গ্যালাক্সি সুপার-এক্সপ্রেস হলো ১৯৯৬ সালের জাপানি অ্যানিমেটেড চলচ্চিত্র। এটি জাপানের জনপ্রিয় মাঙ্গা ও অ্যানিমে সিরিজ ডোরেমনের উপর ভিত্তি করে রচিত। চলচ্চিত্রটি ২ মার্চ ১৯৯৬ সালে জাপানে মুক্তি লাভ করে।

ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য গ্যালাক্সি সুপার-এক্সপ্রেস
চলচ্চিত্রটির পোস্টার
পরিচালকতসুতোমু শিবাইয়ামা
শ্রেষ্ঠাংশেনোবুইয়্যো ওইয়ামা, নোরিকো ওহারা
পরিবেশকতোহো
মুক্তি
  •  মার্চ ১৯৯৬ (1996-03-02) (জাপান)
দৈর্ঘ্য৯৮ মিনিট
দেশজাপান
ভাষাজাপানি
নির্মাণব্যয়$১৪.০৯ মিলিয়ন

কাহিনীসংক্ষেপ

ডোরেমন, নোবিতা ও তার বন্ধুরা দ্বাবিংশ শতাব্দীর গ্যালাক্সিতে এক ট্রেন ভ্রমণে বের হয়। তারা বিভিন্ন গ্রহতে অবস্তিত পার্কে ঘোরে। তবে শেষে এক দস্যুদল বারবার আক্রমণ করে। কিন্তু নোবিতাসহ বাকি সবাই মিলে তাদের হারিয়ে দেয়।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.