ডোরেমন: নোবিতা'স দ্য নাইট বিফোর অ্যা ওয়েডিং

ডোরেমন: নোবিতা'স দ্য নাইট বিফোর অ্যা ওয়েডিং (のび太の結婚前夜, Nobita no Kekkon Zen'ya) ১৯৯৯ সালের একটি জাপানি অ্যানিমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যা জনপ্রিয় মাঙ্গা এবং আনিমে ধারাবাহিক ডোরেমন-এর উপর ভিত্তি করে নির্মিত।[1] এটি মার্চ ৬, ১৯৯৯ সালে জাপানে ডোরেমন: নোবিতা ড্রিফ্টস ইন দ্য ইউনিভার্স নামে প্রিমিয়ার হয়। এই চলচ্চিত্রের মূল কাহিনিসূত্রের রচনা করেছেন হিরোশি ফুজিমোতো এবং মোতো আবিকো।

ডোরেমন: নোবিতা'স দ্য নাইট বিফোর অ্যা ওয়েডিং
পরিচালকসুসুমু ওতানাবে
প্রযোজকশিন-এই অ্যানিমেশন
রচয়িতাফুজিকো এফ. ফুজিও
শ্রেষ্ঠাংশে
  • Nobuyo Oyama
  • মিশিকো নমুরা
সুরকারশানশুকে কিকুশি
সম্পাদকঅাকিহিরো কাওয়াসাকি
প্রযোজনা
কোম্পানি
এপিইউ স্টুডিও
পরিবেশকতোহো কোম্পানি
মুক্তি
  •  মার্চ ১৯৯৯ (1999-03-06) (জাপান)
দৈর্ঘ্য২৭ মিনিট
দেশজাপান
ভাষাজাপানি

কাহিনীসংক্ষেপ

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নোবিতা ও ডোরেমন ভবিষ্যতে নোবিতার বিয়ের আগের দিনে যায়। সেখানে তারা দেখতে পায় ভবিষ্যত নোবিতা ভুলক্রমে বিয়ের আগের দিনে হোটেলে উপস্থিত হয়েছে। এরপর ভবিষ্যত নোবিতা ও শিজুকা রাস্তায় হাঁটতে বের হয়। পথিমধ্যে একটি হারানো বিড়াল খুঁজে পায় এবং বিড়ালটিকে মালিকের কাছে ফেরত দিতে তার বাড়িতে যায়। কিন্তু জানতে পারে যে মালিকটি কিছুক্ষণ আগে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে রওনা দিয়েছে। ঘটনাক্রমে তারা বিড়ালটিকে মালিকের কাছে পৌছাতে সমর্থ হয়। অতঃপর নোবিতা ও ডোরেমন দেখতে পায় ভবিষ্যত নোবিতা এবং তার বন্ধুরা খুব মজা করছে। অন্যদিকে শিজুকা তার বাবাকে বলে, সে বিয়ে করলে তার মা-বাবা একাকী হয়ে যাবে। তখন শিজুকার বাবা তাকে সব বুঝিয়ে বলেন। তিনি বলেন, নোবিতা তোমাকে খুব ভালোবাসে। সে তোমাকে খুশিতে রাখবে। আমাদের জন্য চিন্তা করো না। আমাদের কোনো সমস্যা হবে না। তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। শিজুকা তখন হাসিমুখে সবকিছু বুঝতে পারে। নোবিতা ও ডোরেমন এসবকিছু দেখতে পায়। পরিশেষে নোবিতা ও শিজুকার বিয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রটি সমাপ্ত হয়।

অভিনয়ে

চরিত্রজাপানি কণ্ঠ অভিনেত্রী
ডোরেমননোবুউ ওয়ামা
নোবিতানোরিকো ওহারা
সুনিওকানেতা কিমোতসুকি
জিয়ানকাজুইয়া তাতেকাবে
সিজুকামিশিকো নমুরা
সিজুকার বাবাআকিরা কুমে
সিজুকার মামাসাকো মাৎসুবারা
ছোটো মেয়েমিসা ওয়াতানাবে
সেনসেইরয়উশি তানাকা
ডেকিসুকিসুমিকো শিরাকাওয়া
ট্যাক্সি চালকতোশিহিকো নাকাজিমা

আরো দেখুন

তথ্য সূত্র

  1. "ডোরেমন: নোবিতা'স দ্য নাইট বিফোর অ্যা ওয়েডিং"। doraemon.wikia.com। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২২, ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.