ডুইট ডেভিস

ডুইট ডেভিস (ইংরেজি: Dwight Davis; জন্ম: ৫ জুলাই, ১৮৭৯ - মৃত্যু: ২৮ নভেম্বর, ১৯৪৫) আমেরিকান টেনিস খেলোয়াড় ও বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। ডেভিস কাপের ন্যায় আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বৈশ্বিকভাবে চিরস্মরণীয় হয়ে আছেন। তার পুরো নাম ডুইট ফিলে ডেভিস

ডুইট ফিলি ডেভিস
৪৯তম মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ সচিব
কাজের মেয়াদ
১৪ই অক্টোবর, ১৯২৫  ৪ঠা মার্চ, ১৯২৯
রাষ্ট্রপতিক্যালভিন কুলিজ
পূর্বসূরীজন ডব্লিউ. উইকস্‌
উত্তরসূরীজেমস ডব্লিউ. গুড
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৭৯-০৭-০৫)৫ জুলাই ১৮৭৯
সেন্ট লুইস, মিসৌরী, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুনভেম্বর ২৮, ১৯৪৫(1945-11-28) (বয়স ৬৬)
ওয়াশিংটন, ডি.সি., মার্কিন যুক্তরাষ্ট্র
রাজনৈতিক দলরিপাবলিকান
প্রাক্তন শিক্ষার্থীহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ওয়াশিংটন ইউনিভার্সিটি ল স্কুল
জীবিকারাজনীতিবিদ, টেনিস খেলোয়াড়

ব্যক্তিগত জীবন

৫ জুলাই, ১৮৭৯ সালে ডুইট ডেভিস মিসৌরীর সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। ওয়াশিংটন ইউনিভার্সিটি ল স্কুলে শিক্ষালাভ করেন। কিন্তু কখনো তিনি এটর্নিরূপে অনুশীলন করেননি। অতঃপর তিনি নিজ শহর সেন্ট লুইসে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সেখানে তিনি ১৯১১ থেকে ১৯১১ সাল পর্যন্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ঐ সময় তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহায়তা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মিউনিসিপ্যাল টেনিস কোর্ট স্থাপনে সবিশেষ ভূমিকা রাখেন।

প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের শাসনামলে ১৯২৩-২৫ সালে সহকারী যুদ্ধ সচিবরূপে এবং ১৯২৫-২৯ সাল পর্যন্ত যুদ্ধবিষয়ক মন্ত্রীর মর্যাদায় অভিষিক্ত হন। ১৯২৯-৩২ সাল পর্যন্ত হার্বার্ট হুভারের নিয়ন্ত্রণে ফিলিপাইনের গভর্নর জেনারেল হিসেবে মনোনীত হন। ১৯০৫ সালে হেলেন ব্রুকস্‌কে বিয়ে করেন। ১৯৩২ সালে ব্রুকস্‌ মৃত্যুবরণ করেন।[1] ১৯৩৩ সাল থেকে মৃত্যুর পূর্বপর্যন্ত টলাহাসির সন্নিকটে মেরিডিয়ান প্ল্যান্টেশন এলাকায় অবস্থান করেন।[2] অতঃপর ১৯৩৬ সালে পলিন সাবিনকে বিয়ে করেন। ২৮ নভেম্বর, ১৯৪৫ সালে ওয়াশিংটন ডি.সিতে তিনি মৃত্যুবরণ করেন।[1]

খেলোয়াড়ী জীবন

১৮৯৮ সালে ইউএস ওপেন চ্যাম্পিয়নশীপের টেনিসের পুরুষ এককে রানার-আপ শিরোপা দখল করেছিলেন ডেভিস। পরবর্তীতে তিনি হলকোম্বে ওয়ার্ডের সাথে ১৮৯৯-১৯০১ সাল পর্যন্ত একাধারে পুরুষদের দ্বৈতে শিরোপা জয় করেন। এছাড়াও তাদের জুটি ১৯০১ সালে উইম্বলেডন প্রতিযোগিতায় পুরুষদের দ্বৈতে রানার্স-আপ হয়েছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি আন্তঃকলেজ প্রতিযোগিতার পুরুষ এককে বিজয়ী হয়েছিলেন।

১৯০৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি অংশগ্রহণ করেন। সেখানে তিনি পুরুষ এককের প্রতিযোগিতায় ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়েছিলেন। দ্বৈত প্রতিযোগিতায় তিনি এবং তার সঙ্গী রাল্ফ ম্যাককিট্রিক কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছিলেন।

ডেভিস কাপ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টেনিস দলের চার সদস্যের একজন হিসেবে ডুইট ডেভিসের আগ্রহের প্রেক্ষিতে ১৮৯৯ সালে এ প্রতিযোগিতা আয়োজনের ধারণার উদ্ভব ঘটান। তারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিযোগিতায় অবতীর্ণ হবার আগ্রহ প্রকাশ করেছিলেন। দায়িত্বপ্রাপ্ত লন টেনিস সংস্থা এতে রাজী হয়। তিনি প্রতিযোগিতার রূপরেখা তুলে ধরেন। স্বীয় উদ্যোগে এবং নিজস্ব এক হাজার ডলার অর্থ খরচ করে শ্রেভ, ক্রাম্প এন্ড ল কোম্পানীর কাছ থেকে খাঁটি রৌপ্য ট্রফি খরিদ করেন।[3]

প্রথম খেলাটি ১৯০০ সালে যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেন দলের মধ্যে ম্যাসাচুসেটসের বোস্টন শহরের লংউড ক্রিকেট ক্লাব মাঠে ইন্টারন্যাশনাল লন টেনিস চ্যালেঞ্জ নামে অনুষ্ঠিত হয়। ঐ খেলায় ডুইট ডেভিস নিজেও অংশগ্রহণ করেন। ব্রিটিশদেরকে তাঁক লাগিয়ে প্রথম তিন খেলায় জয়ী হন তিনি।

শুরুতে প্রতিযোগিতার নামকরণ করা হয়েছিল ইন্টারন্যাশনাল লন টেনিস চ্যালেঞ্জ নামে। কিন্তু খুব শীঘ্রই এটি ডেভিস কাপ হিসেবে নামাঙ্কিত করা হয়।

সম্মাননা

  • ডুইট ডেভিস সেন্ট লুইসের জনপ্রিয় অধিবাসীদের একজন হিসেবে সেন্ট লুইস ওয়াক অব ফ্যাম পদকে ভূষিত হন।
  • তার কন্যা এলাইস ব্রুকস্‌ ডেভিস স্যার রজার ম্যাকিন্স নামীয় এক ব্রিটিশ রাষ্ট্রদূতকে বিয়ে করেন।

তথ্যসূত্র

  1. Political Graveyard Genealogies
  2. "Davis Cup has local tie". Tallahassee Democrat, 6 December 2007: 3C
  3. John Grasso (সেপ্টেম্বর ২০১১)। "Davis Cup"Historical Dictionary of Tennis। Scarecrow Press। পৃষ্ঠা 79। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১১

বহিঃসংযোগ


রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
জন ডব্লিউ. উইকস
United States যুদ্ধবিষয়ক সচিব
Served under: ক্যালভিন কুলিজ

১৪ই অক্টোবর, ১৯২৫ ৪ঠা মার্চ, ১৯২৯
উত্তরসূরী
জেমস ডব্লিউ. গুড
সরকারি দফতর
পূর্বসূরী
ইউজিন অ্যালেন গিলমোর
ফিলিপাইনের গভর্নর-জেনারেল
১৯৩০ ১৯৩২
উত্তরসূরী
থিওডোর রুজভেল্ট
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
প্লুটার্কো কলেস
টাইম সাময়িকীর প্রচ্ছদচিত্র
১৫ই ডিসেম্বর, ১৯২৪
উত্তরসূরী
স্পেনের ত্রয়োদশ আলফনসো
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.