ডাঃ জহুরুল কামাল সরকারী কলেজ
ডাঃ জহুরুল কামাল সরকারী কলেজ পাবনা জেলার সুজানগর উপজেলার একটি সরকারী কলেজ।
ধরন | সরকারি কলেজ[1] |
---|---|
স্থাপিত | ১৯৯৪ |
অধ্যক্ষ | আব্দুল লতিফ |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ৮৩ |
শিক্ষার্থী | ৩০০০+ |
স্নাতক | বি.এ, (পাস), বি.বি.এস (পাস) |
অবস্থান | ২৩.৯৫৪৪০১৮৯° উত্তর ৮৯.৫১৮৩৭৩° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহর |
ভাষা | বাংলা |
সংক্ষিপ্ত নাম | দুলাই কলেজ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | dzkgc |
ইতিহাস
ডাঃ জহুরুল কামাল কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়। কলেজটি অনেক প্রতিযোগিতার পর ২০১৮ সালের ৮ই আগষ্ট জাতীয়করন ভুক্ত হয়।[2]
অবস্থান
কলেজটি পাবনা-ঢাকা মহাসড়কের পাশেই অবস্থিত। ঢাকা থেকে পাবনা যেতে হাতের বামে এবং পাবনা থেকে ঢাকা যাবার সময় হাতের ডান পাশে পরে কলেজটি। দুলাই কলেজ বাজার নেমে ২ মিনিট হাটলেই কলেজে যাওয়া যায়।
শিক্ষা ব্যবস্থা
কলেজটি ১৯৯৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্স করিয়ে আসছিল। পরে ২০১৩ সাল থেকে ৬ টি বিষয়ে অনার্স চালু করা হয়।
কোর্সসমূহ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষাদান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ও সম্মান / স্নাতক কোর্সে শিক্ষাদান করা হয়। অনার্স/স্নাতক কোর্সসমূহঃ
- বাংলা বিভাগ
- অর্থনীতি বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- ইতিহাস বিভাগ
- হিসাববিজ্ঞান বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
প্রত্যেক বিভাগেই ৬০ টি করে আসন রয়েছে।
ভবনসমূহ
এই কলেজে মোট ৫টি ভবন রয়েছে। এদের মধ্যে ১টি চার তলা সমৃদ্ধ, ২টি তিন তলা, ১ টি এক তলা এবং ১টি বিশাল টিনশেড ভবন রয়েছে।
গ্রন্থাগার
কলেজটিতে একটি সুবিশাল কক্ষে গ্রন্থাগার রয়েছে। সম্মান শ্রেণীর ৬টি বিভাগের জন্য আলাদা আলাদা বই দ্বারা সুসজ্জিত ৪টি আলমারি রয়েছে। রয়েছে এখানেই বসে পড়ার সুযোগ এবং লাইব্রেরী কার্ড এর মাধ্যমে বাইরে নিয়ে বই পড়ার সুযোগ।