ঝরা পালক

ঝরা পালক কবি জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ। ১৯২৭ খ্রিষ্টাব্দে (১৩৩৪ বঙ্গাব্দ) ভারতের কলকাতা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।[1]

ঝরা পালক
লেখকজীবনানন্দ দাশ
মূল শিরোনামঝরা পালক
দেশবা‍ংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
ভাষাবাংলা
ধরনআধুনিক বাংলা কবিতা
প্রকাশকশ্রীসুধীরচন্দ্র সরকার
প্রকাশনার তারিখ
১৯২৭
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ
পৃষ্ঠাসংখ্যা১০৩ (প্রথম প্রকাশ)
পরবর্তী বইধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) 

সারাংশ

ঝরা পালক কাব্যগ্রন্থের ভূমিকায় জীবনানন্দ লিখেছেন:[1]

"ঝরা পালকের কতকগুলি কবিতা প্রবাসী, বঙ্গবাণী, কল্লোল, কালি-কলম, প্রগতি, বিজলি প্রভৃৃতি পত্রিকায় প্রকাশিত হইয়াছিলো। বাকিগুলি নূতন।"

কবিতাসূচী

এই কাব্যগ্রন্থে মোট পঁয়ত্রিশটি কবিতা অন্তর্ভুক্ত রয়েছে। কবিতাগুলোর শিরোনাম হলোঃ[1]

আরও দেখুন

আরো পড়ুন

তথ্যসূত্র

  1. আবদুল মান্নান সৈয়দ, সম্পাদক (ফেব্রুয়ারি ১৯৯৮)। "পরিশেষ ২"। প্রকাশিত–অপ্রকাশিত কবিতাসমগ্রঢাকা: অবসর প্রকাশনা সংস্থা। পৃষ্ঠা ৬১৯। আইএসবিএন 984-446-008-5।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.