জেমস বন্ড (চলচ্চিত্র)

জেমস বন্ড চলচ্চিত্র হচ্ছে ব্রিটিশ কাল্পনিক গোয়েন্দা এমআই ৬ এজেন্ট জেমস বন্ডকে নির্মিত চলচ্চিত্র সমূহ। ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং রচিত উপন্যাসের উপর ভিত্তি করে চলচ্চিত্রসমূহ নির্মাণ করা হয়। ১৯৬২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সর্বমোট ২৪টি বন্ড চলচ্চিত্র মুক্তি পেয়েছে। হলিউডের পাইনউড ষ্ট্যুডিওর এই চলচ্চিত্র সিরিজ ইয়ন প্রোডাকশনস তৈরী করছে।

প্রথম চলচ্চিত্র

১৯৫৪ সালে প্রথম টিভি চিত্রায়ন হলেও জেমস বন্ড চলচ্চিত্র প্রথম পর্দায় নামে ১৯৬২ সালে ড. নো ছবির মাধ্যমে। শন কনারি, জোসেফ ওয়াইজম্যান অভিনীত এই চলচ্চিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

জেমস বন্ড অভিনেতাগন
ক্রমিকনামপ্রথম চলচ্চিত্রশেষ চলচিত্র
অভিনেতার নামমুক্তির সময়বয়সচলচ্চিত্রের নামমুক্তির সময়বয়স
১.শন কনারিড. নো৫ অক্টোবর, ১৯৬২৩২ডায়মণ্ডস আর ফরএভার১৪ ডিসেম্বর, ১৯৭১৪১
২.জর্জ ল্যাজেনবিঅন হার ম্যাজিস্টিজ সিক্রেট সার্ভিস১২ ডিসেম্বর, ১৯৬৯৩০অন হার ম্যাজিস্টিজ সিক্রেট সার্ভিস১২ ডিসেম্বর, ১৯৬৯৩০
৩.রজার মুরলাইভ এণ্ড লেট ডাই২৭ জুন, ১৯৭৩৪৫অ্যা ভিউ টু কিল২২ মে, ১৯৮৫৫৭
৪.টিমোথি ডাল্টনদ্য লিভিং ডেলাইটস২৯ জুন, ১৯৮৭৪১লাইসেন্স টু কিল১৩ জুন, ১৯৮৯৪৩
৫.পিয়ার্স ব্রুসনানগোল্ডেন আই১৩ নভেম্বর, ১৯৯৫৪২ডাই এনোদার ডে২০ নভেম্বর, ২০০২৪৯
৬.ড্যানিয়েল ক্রেইগক্যাসিনো রয়েল১৪ নভেম্বর, ২০০৬৩৮স্পেক্টার২৬ অক্টোবর, ২০১৫৪৭

পূর্ণ বন্ড চলচ্চিত্র সমূহের তালিকা

জেমস বন্ডঃ চলচ্চিত্রের তালিকা
ক্রমিক নং ছবির নাম অভিনয়ে পরিচালক মুক্তির তারিখ
১।ড. নোশন কনারি, জোসেফ ওয়াইজম্যানটেরেন্স ইয়াং৫ অক্টোবর, ১৯৬২
২।ফ্রম রাশিয়া উইদ লাভশন কনারি, ড্যানিয়েলা বিয়াঞ্চিটেরেন্স ইয়াং১০ অক্টোবর ১৯৬৩
৩।গোল্ডফিঙ্গারশন কনারি, শার্লি এটনগাই হ্যামিলটন১৭ সেপ্টেম্বর, ১৯৬৪
৪।থাণ্ডারবলশন কনারি, ক্লডিন অগারটেরেন্স ইয়াং৯ ডিসেম্বর, ১৯৬৫
৫।ইউ অনলি লাইভ টুয়াইসশন কনারি, মাই হ্যামালুইস গিলবার্ট১২ জুন, ১৯৬৭
৬।অন হার ম্যাজিস্টিজ সিক্রেট সার্ভিসজর্জ ল্যাজেনবি, ডায়ান রিগপিটার আর. হান্ট১২ ডিসেম্বর, ১৯৬৯
৭।ডায়মণ্ডস আর ফরএভারশন কনারি, জিল সেন্ট জনগাই হ্যামিলটন১৪ ডিসেম্বর, ১৯৭১
৮।লাইভ এণ্ড লেট ডাইরজার মুর, ইয়াফেট কতোগাই হ্যামিলটন২৭ জুন, ১৯৭৩
৯।দ্য ম্যান উইদ দ্য গোল্ডেন গানরজার মুর, ব্রিট একল্যাণ্ডগাই হ্যামিলটন২০ ডিসেম্বর, ১৯৭৪
১০।দ্য স্পাই হু লাভড্‌ মিরজার মুর, বারবার ব্যাচলুইস গিলবার্ট৭ জুলাই, ১৯৭৭
১১।মুনর‌্যাকাররজার মুর, মাইকেল লণ্ডসডেলেলুইস গিলবার্ট২৬ জুন, ১৯৭৯
১২।ফর ইউর আইজ অনলিরজার মুর, জুলিয়ান গ্লোভারজন গ্লেন২৪ জুন, ১৯৭৯
১৩।অক্টোপুসিরজার মুর, জিউফ্রে কিনজন গ্লেন৬ জুন, ১৯৮৩
১৪।অ্যা ভিউ টু কিলরজার মুর, ক্রিস্টোফার ওয়াকেনজন গ্লেন২২ মে, ১৯৮৫
১৫।দ্য লিভিং ডেলাইটসটিমোথি ডাল্টন, জো ডন বেকারজন গ্লেন২৯ জুন, ১৯৮৭
১৬।লাইসেন্স টু কিলটিমোথি ডাল্টন, ক্যারে লোওয়েনজন গ্লেন১৩ জুন, ১৯৮৯
১৭।গোল্ডেন আইপিয়ার্স ব্রসনান, শন বিনমার্টিন ক্যাম্পবেল১৩ নভেম্বর, ১৯৯৫
১৮।টুমরো নেভার ডাইসপির্য়াস ব্রসনান, জোনাথন প্রাইসরজার স্পটিশউড১২ ডিসেম্বর, ১৯৯৭
১৯।দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফপির্য়াস ব্রসনান, সোফি মার্সিওমাইকেল এ্যাপটেড৮ নভেম্বর, ১৯৯৯
২০।ডাই এনাদার ডেপিয়ার্স ব্রসনান, হ্যালি বেরিলি তামাহোরি২০ নভেম্বর, ২০০২
২১।ক্যাসিনো রয়েলড্যানিয়েল ক্রেইগ, ইভা গ্রিনমার্টিন ক্যাম্পবেল১৪ নভেম্বর, ২০০৬
২২।কোয়ান্টাম অব সোলেজড্যানিয়েল ক্রেইগ, ওল্গা কুরিলেঙ্কোমার্ক ফরস্টার২৯ অক্টোবর, ২০০৮
২৩।স্কাইফলড্যানিয়েল ক্রেইগ, নাওমি হ্যারিসস্যাম মেণ্ডেজ৯ নভেম্বর, ২০১২
২৪।স্পেক্টারড্যানিয়েল ক্রেইগ, মনিকা বেলুচ্চি, ক্রিস্টোফ ওয়াল্টজস্যাম মেন্ডেজ২৬ অক্টোবর, ২০১৫

কাহিনী সংক্ষেপ

ড. নো(১৯৬২)

জেমস বন্ড জ্যামাইকার এক দ্বীপে ব্রিটিশ এজেন্টের নিহত হবার কারণ অনুসন্ধানে যায়। সেখানে বন্ডের সাথে ড. জুলিয়াস নো নামে একজন চীনা বিজ্ঞানীর সংঘর্ষ হয়। চীনা বিজ্ঞানী আমেরিকা রকেট নিক্ষেপণ কর্মসূচীতে বাধার চেষ্টা করছিলেন।

ফ্রম রাশিয়া উইদ লাভ(১৯৬৩)

স্পেক্টর একজন রাশিয়ান তরুনীকে নিয়োগ দেয় জেমস বন্ড কে হত্যা করার জন্য। কিন্তু জেমস বন্ড সেই তরুনীকে সোভিয়েত ডিকোডিং মেশিন খুজে পাওয়ার জন্য ব্যবহার করে।

গোল্ডফিঙ্গার(১৯৬৪)

থাণ্ডারবল(১৯৬৫)

ইউ অনলি লাইভ টুয়াইস(১৯৬৭)

অন হার ম্যাজিস্টিজ সিক্রেট সার্ভিস

ডায়মণ্ডস আর ফরএভার

লাইভ এণ্ড লেট ডাই

দ্য ম্যান উইদ দ্য গোল্ডেন গান

দ্য স্পাই হু লাভড্‌ মি

মুনর‌্যাকার

ফর ইউর আইজ অনলি

অক্টোপুসি

অ্যা ভিউ টু কিল

দ্য লিভিং ডেলাইটস

লাইসেন্স টু কিল(১৯৮৯)

গোল্ডেন আই(১৯৯৫)

টুমরো নেভার ডাইস(১৯৯৭)

দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ(১৯৯৯)

ডাই এনোদার ডে(২০০২)

ক্যাসিনো রয়েল(২০০৬)

কোয়ান্টাম অব সোলেজ(২০০৮)

স্কাইফল(২০১২)

স্পেক্টার(২০১৫)

আরো দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.