ইয়ান ফ্লেমিং

ইয়ান ফ্লেমিং (ইংরেজিঃ Ian Fleming, পুরোনামঃ ইয়ান ল্যাংকেষ্টার ফ্লেমিং) (জন্মঃ ২৮ মে, ১৯০৮- মৃত্যুঃ ১২ অগাষ্ট ১৯৬৪) একজন বিখ্যাত ব্রিটিশ লেখক, সাংবাদিক ও নৌ-গোয়েন্দা। ব্রিটিশ কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ড চরিত্র নিমার্ণে জন্য ফ্লেমিং বিখ্যাত ছিলেন। জেমস বন্ডের উপর মোট ১২ টি উপন্যাস লিখেন তিনি। ২০০৮ সালে টাইমস পত্রিকা ইয়ন ফ্লেমিংকে “১৯৪৫ সালের পর সেরা ৫০ ব্রিটিশ লেখক”দের একজন ঘোষণা করে।

ইয়ান ফ্লেমিং
জন্মইয়ান ল্যাংকেষ্টর ফ্লেমিং (Ian Lancaster Fleming)
২৮ মে, ১৯০৮
মেফেয়ার, লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু১২ অগাষ্ট, ১৯৬৪
পেশালেখক ও সাংবাদিক
জাতীয়তাব্রিটিশ
সময়কাল১৯৫৩-১৯৬৪
ধরনগোয়েন্দা লেখক, শিশুতোষ ভ্রমণ কাহিনী
দাম্পত্যসঙ্গীAnne Geraldine Charteris
(1952–1964, his death)

জন্ম

ইয়ান ফ্লেমিং ২৮ মে ১৯০৮ সালে লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহণ করেন।[1] তার মায়ের নাম ইভেলিন সেন্ট ক্রোইক্স রোজ এবং বাবার নাম ভ্যালেন্টাইন ফ্লেমিং।[2]

পড়াশুনা

লন্ডনের এটন কলেজ, যেখানে ফ্লেমিং ১৯২১ সাল থেকে ১৯২৭ সাল পর্যন্ত পড়েছেন

লন্ডনের এটন কলেজে থেকে পড়াশুনা সম্পন্ন করেন ফ্লেমিং।

লেখালেখি

১৯৫২ সালে ফ্লেমিং তার প্রথম উপন্যাস ক্যাসিনো রয়াল লেখা শুরু করেন।

মৃত্যু

মাত্রাতিরিক্ত ধূমপান ও মদাসক্তির জন্য ১৯৬১ সালে হার্ট অ্যাটাকের স্বীকার হন ফ্লেমিং। ১৯৬৪ সালে পুনরায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরন করেন তিনি।

তথ্যসূত্র

  1. Lycett, Andrew"Fleming, Ian Lancaster (1908–1964) (subscription neeeded)"Oxford Dictionary of National BiographyOxford University Pressdoi:10.1093/ref:odnb/33168। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১১
  2. Churchill, Winston (25 May 1917;)। "Valentine Fleming. An appreciation"। The Times। London। পৃষ্ঠা 9। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.