এভা গ্রিন
এভা গ্রিন (ফরাসি: Eva Gaëlle Green) (জন্ম: ৫ই জুলাই, ১৯৮০) একজন ফরাসি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার জন্ম ও বেড়ে ওঠা প্যারিসে, বর্তমানে কখনও কখনও লন্ডনেও থাকেন। ভগ ম্যাগাজিন তাকে "killer looks, intelligence and modesty"-এর জন্য প্রশংসা করেছে আর দি ইন্ডিপেন্ডিন্ট ম্যাগাজিন তাকে "gothic, quirky, and sexy" হিসেবে বর্ণনা করেছে। তিনি অভিনেত্রী Marlène Jobert এর কন্যা।
এভা গ্রিন | |
---|---|
![]() ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বাফটা পুরস্কারের গ্রহণের জন্য লন্ডনে এভা গ্রিন | |
জন্ম | এভা গেলা গ্রিন |
জাতীয়তা | ফরাসি ও ইংরেজ |
পেশা | অভিনেত্রী, মডেল |
কার্যকাল | ২০০৩–বর্তমান |
গ্রিনের প্রথম সিনেমা দ্য ড্রিমার্স। ছবিটিতে প্রচুর নগ্ন দৃশ্য থাকার কারণে তিনি বিতর্কিত হয়ে পড়েন। পরে ২০০৬ সালে কিংডম অফ হ্যাভেন-এ অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০০৬ সালের জেমস বন্ড সিনেমা ক্যাসিনো রয়্যাল-এ বন্ড গার্ল ছিলেন গ্রিন। এই চরিত্রের জন্য তিনি বাফটা পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে অনেক ইন্ডিপেন্ডেন্ট ছবিতেও কাজ করেছেন তিনি।
চলচ্চিত্র তালিকা
বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা ও পুরস্কার |
---|---|---|---|
২০০৩ | দ্য ড্রিমার্স | ইসাবেল | মনোনীত – ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস – সেরা অভিনেত্রী |
২০০৪ | অর্সিন লুপিন | ক্লারিসা দ্য দ্যুরে-সুবিসে | |
২০০৫ | কিংডম অফ হ্যাভেন | সিবিলা | |
২০০৬ | ক্যাসিনো রয়্যাল | ভেসপার লিন্ড | বিজয়ী - বাফটা রেইজিং স্টার অ্যাওয়ার্ড বিজয়ী - এম্পায়ার অ্যাওয়ার্ড – বেস্ট ফিমেল নিউকামার মনোনীত - স্যাটার্ন পুরস্কার – সেরা পার্শ্ব অভিনেত্রী |
২০০৭ | দ্য গোল্ডেন কম্পাস | সেরাফিনা পেকালা | |
২০০৯ | ফ্র্যাংকলিন | এমিলিয়া/স্যালি | |
ক্র্যাক্স | মিস জি | ||
২০১০ | ওম্ব | রেবেকা | কাজ চলছে |
দ্য লাস্ট ওয়ার্ড | কাজ চলছে |
ব্যক্তিগত জীবন
প্রচুর নগ্ন দৃশ্য ও যৌনতা পূর্ণ চরিত্রে অভিনয় করেন কেন, এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এভা নিজেকে বাস্তব জীবনে খুবই লাজুক একজন মানুষ বলে পরিচয় দিয়ে বলেন, "আমি যে ঠিক কেন এই কাজ করি জানি না। আমার থেরাপি নেওয়া দরকার!"
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Eva Green (ইংরেজি)