এভা গ্রিন

এভা গ্রিন (ফরাসি: Eva Gaëlle Green) (জন্ম: ৫ই জুলাই, ১৯৮০) একজন ফরাসি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার জন্ম ও বেড়ে ওঠা প্যারিসে, বর্তমানে কখনও কখনও লন্ডনেও থাকেন। ভগ ম্যাগাজিন তাকে "killer looks, intelligence and modesty"-এর জন্য প্রশংসা করেছে আর দি ইন্ডিপেন্ডিন্ট ম্যাগাজিন তাকে "gothic, quirky, and sexy" হিসেবে বর্ণনা করেছে। তিনি অভিনেত্রী Marlène Jobert এর কন্যা।

এভা গ্রিন
২০০৭ সালের ফেব্রুয়ারিতে বাফটা পুরস্কারের
গ্রহণের জন্য লন্ডনে এভা গ্রিন
জন্ম
এভা গেলা গ্রিন
জাতীয়তাফরাসি ও ইংরেজ
পেশাঅভিনেত্রী, মডেল
কার্যকাল২০০৩–বর্তমান

গ্রিনের প্রথম সিনেমা দ্য ড্রিমার্স। ছবিটিতে প্রচুর নগ্ন দৃশ্য থাকার কারণে তিনি বিতর্কিত হয়ে পড়েন। পরে ২০০৬ সালে কিংডম অফ হ্যাভেন-এ অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০০৬ সালের জেমস বন্ড সিনেমা ক্যাসিনো রয়্যাল-এ বন্ড গার্ল ছিলেন গ্রিন। এই চরিত্রের জন্য তিনি বাফটা পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে অনেক ইন্ডিপেন্ডেন্ট ছবিতেও কাজ করেছেন তিনি।

চলচ্চিত্র তালিকা

বছরচলচ্চিত্রচরিত্রটীকা ও পুরস্কার
২০০৩দ্য ড্রিমার্সইসাবেলমনোনীত – ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস – সেরা অভিনেত্রী
২০০৪অর্সিন লুপিনক্লারিসা দ্য দ্যুরে-সুবিসে
২০০৫কিংডম অফ হ্যাভেনসিবিলা
২০০৬ক্যাসিনো রয়্যালভেসপার লিন্ডবিজয়ী - বাফটা রেইজিং স্টার অ্যাওয়ার্ড
বিজয়ী - এম্পায়ার অ্যাওয়ার্ড – বেস্ট ফিমেল নিউকামার
মনোনীত - স্যাটার্ন পুরস্কার – সেরা পার্শ্ব অভিনেত্রী
২০০৭দ্য গোল্ডেন কম্পাসসেরাফিনা পেকালা
২০০৯ফ্র্যাংকলিনএমিলিয়া/স্যালি
ক্র্যাক্‌সমিস জি
২০১০ওম্বরেবেকাকাজ চলছে
দ্য লাস্ট ওয়ার্ডকাজ চলছে

ব্যক্তিগত জীবন

প্রচুর নগ্ন দৃশ্য ও যৌনতা পূর্ণ চরিত্রে অভিনয় করেন কেন, এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এভা নিজেকে বাস্তব জীবনে খুবই লাজুক একজন মানুষ বলে পরিচয় দিয়ে বলেন, "আমি যে ঠিক কেন এই কাজ করি জানি না। আমার থেরাপি নেওয়া দরকার!"

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.