চীনা বর্ষপঞ্জি
চীনা বর্ষপঞ্জি চীনের ঐতিহ্যবাহী চন্দ্রভিত্তিক বর্ষপঞ্জি। এটি দ্বারা চীনের জ্যোতিষবিজ্ঞানে দিন, মাস ও বছর হিসাব করা হয়। এটি চীন এবং বিশ্বের বিভিন্ন দেশের অবস্থানরত চীনা জাতির ব্যবহার করা ঐতিহ্যমন্ডিত পঞ্জিকা। এ বর্ষপঞ্জি অনুসারে চীনে ছুটির দিন, বিয়ের শুভদিন এবং ব্যবসার শুভদিনও নির্ধারণ করা হয়।[1]

গ্রেগরীয় বর্ষপঞ্জী | ২০১৯ MMXIX |
আব উর্বে কন্দিতা | ২৭৭২ |
আর্মেনীয় বর্ষপঞ্জী | ১৪৬৮ ԹՎ ՌՆԿԸ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জী | ৬৭৬৯ |
বাহাই বর্ষপঞ্জী | ১৭৫–১৭৬ |
বাংলা বর্ষপঞ্জি | ১৪২৫–১৪২৬ |
বেরবের বর্ষপঞ্জি | ২৯৬৯ |
বুদ্ধ বর্ষপঞ্জী | ২৫৬৩ |
বর্মী বর্ষপঞ্জী | ১৩৮১ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জী | ৭৫২৭–৭৫২৮ |
চীনা বর্ষপঞ্জী | 戊戌年 (পৃথিবীর কুকুর) ৪৭১৫ বা ৪৬৫৫ — থেকে — 己亥年 (পৃথিবীর শূকর) ৪৭১৬ বা ৪৬৫৬ |
কপটিক বর্ষপঞ্জী | ১৭৩৫–১৭৩৬ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জী | ৩১৮৫ |
ইথিওপীয় বর্ষপঞ্জী | ২০১১–২০১২ |
হিব্রু বর্ষপঞ্জী | ৫৭৭৯–৫৭৮০ |
হিন্দু বর্ষপঞ্জীসমূহ | |
- বিক্রম সংবৎ | ২০৭৫–২০৭৬ |
- শকা সংবৎ | ১৯৪০–১৯৪১ |
- কলি যুগ | ৫১১৯–৫১২০ |
হলোসিন বর্ষপঞ্জী | ১২০১৯ |
ইগ্বো বর্ষপঞ্জী | ১০১৯–১০২০ |
ইরানি বর্ষপঞ্জী | ১৩৯৭–১৩৯৮ |
ইসলামি বর্ষপঞ্জি | ১৪৪০–১৪৪১ |
জুশ বর্ষপঞ্জি | ১০৮ |
জুলীয় বর্ষপঞ্জী | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
কোরীয় বর্ষপঞ্জী | ৪৩৫২ |
মিঙ্গু বর্ষপঞ্জী | প্রজা. চীন ১০৮ 民國১০৮年 |
থাই সৌর বর্ষপঞ্জী | ২৫৬২ |
ইউনিক্স সময় | ১৫৪৬৩০০৮০০ – ১৫৭৭৮৩৬৭৯৯ |
চীনা বর্ষপঞ্জির দিন গগনা শুরু হয় মধ্যরাত থেকে এবং পরের দিন মধ্যরাত পর্যন্ত। মাস শুরু হয় নতুন চাঁদ দেখা দেওয়ার দিন থেকে এবং শেষ হয় পরের নতুন চাঁদ দেখার পূর্বে। বছর শুরু হয় বসন্তকালের নতুন চাঁদ দেখার মাধ্যমে। বর্তমান চীনা বর্ষপঞ্জি অনেক বিবর্তনের ফসল। অনেক জ্যোতিবিদ্যাবিজ্ঞানী জোয়ার-ভাটা সহ বিভিন্ন মৌসুমি কারণে এ বর্ষপঞ্জি অনেক পরিবর্তন ও পরিবর্ধন করেন। এ বর্ষপঞ্জি আগের প্রায় ১০০ এর অধিক বার পরিবর্তিত হয়েছে। কোরীয় বর্ষপঞ্জি ও ভিয়েতনামের বর্ষপঞ্জি এ বর্ষপঞ্জিরই অংশ।
ইতিহাস
পুরনো চীনা বর্ষপঞ্জি
আধুনিক চীনা বর্ষপঞ্জি
আরও দেখুন
তথ্যসূত্র
- 海上 (২০০৫)। 《中國人的歲時文化》। 岳麓書社। পৃষ্ঠা 195। আইএসবিএন 7-80665-620-0।