কোরীয় বর্ষপঞ্জি
কোরীয় বর্ষপঞ্জি বা কোরিয়ান বর্ষপঞ্জি হল পূর্ব এশিয়ার অন্যান্য দেশের মত কোরিয়ার একটি ঐতিহ্যমন্ডীত চন্দ্র নির্ভর বর্ষপঞ্জি। কোরীয় মেরিডিয়ান অনুসারে দিন গগনা করা হয়। কোরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব এ পঞ্জিকা ভিত্তিক পালিত হয়। ১৮৯৬ সালে গ্রেগরীয় বর্ষপঞ্জি সরকারিভাবে গৃহীত হলেও প্রথাগত ছুটি, আচার-অনুষ্ঠান এ পঞ্জিকা অনুসারে হিসাব করা হয়।[1] এমনকি পুরনো প্রজন্মের মানুষেরা বয়সও এ পঞ্জিকার উপর ভিত্তির করে হিসাব করে থাকে। এ পঞ্জিকার প্রথম দিন কোরিয়ার সর্ববৃহত উৎসব সিউলাল বা কোরিয়ান নববর্ষ পালিত হয়।
গ্রেগরীয় বর্ষপঞ্জী | ২০১৯ MMXIX |
আব উর্বে কন্দিতা | ২৭৭২ |
আর্মেনীয় বর্ষপঞ্জী | ১৪৬৮ ԹՎ ՌՆԿԸ |
অ্যাসিরীয় বর্ষপঞ্জী | ৬৭৬৯ |
বাহাই বর্ষপঞ্জী | ১৭৫–১৭৬ |
বাংলা বর্ষপঞ্জি | ১৪২৫–১৪২৬ |
বেরবের বর্ষপঞ্জি | ২৯৬৯ |
বুদ্ধ বর্ষপঞ্জী | ২৫৬৩ |
বর্মী বর্ষপঞ্জী | ১৩৮১ |
বাইজেন্টাইন বর্ষপঞ্জী | ৭৫২৭–৭৫২৮ |
চীনা বর্ষপঞ্জী | 戊戌年 (পৃথিবীর কুকুর) ৪৭১৫ বা ৪৬৫৫ — থেকে — 己亥年 (পৃথিবীর শূকর) ৪৭১৬ বা ৪৬৫৬ |
কপটিক বর্ষপঞ্জী | ১৭৩৫–১৭৩৬ |
ডিস্কর্ডীয় বর্ষপঞ্জী | ৩১৮৫ |
ইথিওপীয় বর্ষপঞ্জী | ২০১১–২০১২ |
হিব্রু বর্ষপঞ্জী | ৫৭৭৯–৫৭৮০ |
হিন্দু বর্ষপঞ্জীসমূহ | |
- বিক্রম সংবৎ | ২০৭৫–২০৭৬ |
- শকা সংবৎ | ১৯৪০–১৯৪১ |
- কলি যুগ | ৫১১৯–৫১২০ |
হলোসিন বর্ষপঞ্জী | ১২০১৯ |
ইগ্বো বর্ষপঞ্জী | ১০১৯–১০২০ |
ইরানি বর্ষপঞ্জী | ১৩৯৭–১৩৯৮ |
ইসলামি বর্ষপঞ্জি | ১৪৪০–১৪৪১ |
জুশ বর্ষপঞ্জি | ১০৮ |
জুলীয় বর্ষপঞ্জী | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
কোরীয় বর্ষপঞ্জী | ৪৩৫২ |
মিঙ্গু বর্ষপঞ্জী | প্রজা. চীন ১০৮ 民國১০৮年 |
থাই সৌর বর্ষপঞ্জী | ২৫৬২ |
ইউনিক্স সময় | ১৫৪৬৩০০৮০০ – ১৫৭৭৮৩৬৭৯৯ |
ইতিহাস
বৈশিষ্ট্যসমূহ
উৎসব
চান্দ্রভিত্তিক এ বর্ষপঞ্জি অনুসারে কোরিয়ার বিভিন্ন উৎসব পালিত হয়। যেমনঃ- সিউলাল, Chuseok এবং বুদ্ধের জন্মদিন। এটি কোরিয়ার প্রথা অনুসারে পূর্ব পুরুষদের স্মরণার্থ সভা এবং জন্মদিন নির্ণয়ে ব্যবহৃত হয়।
প্রথাগত ছুটি
আরও দেখুন
- বঙ্গাব্দ বাংলা বর্ষপঞ্জি
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.