চাঁচাই রেলওয়ে স্টেশন
চাঁচাই রেলওয়ে স্টেশন হল হাওড়া-বর্ধমান কর্ড লাইন এর একটি গুরুত্ব পূর্ণ রেল স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ত স্টেশন। এটি পূর্ব রেল জোন সমূহের অধীনে পরিচালিত। চাঁচাই রেলওয়ে স্টেশনটি হাওড়া রেলওয়ে বিভাগের একটি ছোট রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় চাঁচাই এ অবস্থিত। স্টেশনটি চাঁচাই এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। হাওড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ৭৫ কি.মি. দূরে স্টেশনটি অবস্থিত।[2]
![]() চাঁচাই चाॅचाई | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা শহরতলি রেল স্টেশন | |||||||||||
অবস্থান | চাঁচাই, জেলা: পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ![]() | ||||||||||
স্থানাঙ্ক | ২৩°০৯′২৮″ উত্তর ৮৮°০১′৩২″ পূর্ব | ||||||||||
উচ্চতা | ২৫ মিটার (৮২ ফু) | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেল | ||||||||||
পরিচালিত | পূর্ব রেল | ||||||||||
লাইন (সমূহ) | হাওড়া-বর্ধমান কর্ড লাইন | ||||||||||
প্ল্যাটফর্ম | ৩ | ||||||||||
রেলপথ | ৩ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরণ | আদর্শ (ভূপিষ্ঠ স্টেশন) | ||||||||||
পার্কিং | না | ||||||||||
সাইকেলের সুবিধা | হ্যাঁ | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | সক্রিয় | ||||||||||
স্টেশন কোড | CHC[1] | ||||||||||
জোন(সমূহ) | পূর্ব রেল | ||||||||||
বিভাগ(সমূহ) | হাওড়া | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১৯১৭ | ||||||||||
বৈদ্যুতীকরণ | ১৯৬৪ | ||||||||||
আগের নাম | ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি | ||||||||||
পরিসেবাসমূহ | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
![]() ![]() চাঁচাই স্টেশন পশ্চিমবঙ্গে অবস্থান |
ইতিহাস
হাওড়া-বর্ধমান কর্ড, ৯৫ কিলোমিটার রেলওয়ে লাইনটি ১৯১৭ সালে নির্মিত হয়েছিল। ১৯৩২ সালে বিবেকানন্দ সেতু নির্মাণের পরে শিয়ালদহ থেকে ডানকুনি পর্যন্ত লাইনটি যুক্ত করা হয়েছিল।[3] চাঁচাই রেলওয়ে স্টেশন সহ হাওড়া থেকে বর্ধমান কর্ড লাইনটি ১৯৬৪-৬৬ সালে বিদ্যুৎকৌশল করা হয়েছিল।[4]
তথ্যসূত্র
- "Indian railway codes"। Indian Railways। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৮।
- "Chanchai Railway Station Map/Atlas ER/Eastern Zone - Railway Enquiry"। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৮।
- "Indian Railways Portal"। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- "[IRFCA] Electrification History from CORE"। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.