চন্দ্রবিন্দু (ব্যান্ড)
চন্দ্রবিন্দু কলকাতার একটি বাংলা ব্যান্ড দল। তাদের নাম নেয়া হয়েছে বাংলা বর্ণমালার শেষ অক্ষর চন্দ্রবিন্দু ঁ থেকে। এছাড়া জনপ্রিয় বাংলা ছড়াকার সুকুমার রায়ের ননসেন্স ছড়ার বই হযবরল এর একটি উক্তি থেকেও তারা এই নাম রাখার প্রেরণা পেয়েছেন।
চন্দ্রবিন্দু | |
---|---|
উদ্ভব | কলকাতা, ভারত |
কার্যকাল | ১৯৮৯ - বর্তমান পর্যন্ত |
১৯৮৯ সালে যাত্রা শুরু করে চন্দ্রবিন্দু।[1][2] ব্যান্ডটি চন্দ্রিলের বিদ্রুপাত্নক, কথ্য ভাষার গানের কথার জন্য পরিচিত। এসব কথায় সাম্প্রতিক ঘটনা এবং সাংস্কৃতিক পরিমন্ডলের সূত্র দেয়া থাকে। এছাড়া তারা উপল ও অনিন্দ্যের লেখা ভিন্ন ধাঁচের গানও পরিবেশন করে থাকে।
ব্যান্ড সদস্য
- সুরজিৎ — গিটার
- রাজশেখর — পারকিউশন
- চন্দ্রিল — গীতিকার
- অনিন্দ্য — গীতিকার/প্রধান গায়ক
- দ্রোণ — কি-বোর্ড
- অরুপ — গিটার
- উপল — গীতিকার/প্রধান গায়ক
- রিজু — গিটার
সাবেক সদস্য
- প্রীতম
- অরিন্দম
ডিসকোগ্রাফি
- আর জানি না (১৯৯৭)
- গাধা (১৯৯৮)
- ত্বকের যত্ন নিন (১৯৯৯)
- চ (২০০১)
- ডাকনাম (২০০২)
- জুজু (২০০৩)
- চন্দ্রবিন্দাস (সংকলন, ২০০৫)
- এভাবেও ফিরে আসা যায় (আর জানি না অ্যালবামের নতুন সংস্করন, ২০০৫)
- হুলাবিলা (২০০৫)
- 'U/A (২০০৮)
- নয় (২০১২)
আরো দেখুন
বহিঃসংযোগ
- Singing the nonsense verse, a Times of India article on the band
- Of Moon and More, an article on the band in The Hindu
তথ্যসূত্র
- "বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ চন্দ্রবিন্দু"। রাইজিংবিডি। ১১ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৬-১১-০৪।
- "The Telegraph - Calcutta (Kolkata) | Graphiti | A musical journey"। সংগ্রহের তারিখ ২০১৭-১২-৩০।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.