গুয়েতেমালার অর্থনীতি

গুয়াতেমালার অর্থনীতি স্বল্পোন্নত। এটি একটি বাজার অর্থনীতি যার ভিত্তি ব্যাপকভাবে ঐতিহ্যবাহী অর্থকরী শস্য যেমন কফি, চিনিকলার উপর নির্ভরশীল। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে দেশটির অর্থনীতি অত্যন্ত চাঙা ছিল এবং এসময় এর ব্যাপক প্রবৃদ্ধি ঘটে। কিন্তু জাতীয় ঋণ এবং অন্যান্য কারণে ১৯৮০-র দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেমে যায় এমনকি অর্থনীতি সংকুচিতও হতে শুরু করে। ১৯৮০-র দশকের শেষ দিকে বেসামরিক শাসনের পুনরাবির্ভাবের কারণে বৈদেশিক বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধি পায় ফলে অর্থনীতির খানিকটা উন্নতি ঘটে। কিন্তু বৈদেশিক ঋণের বোঝা এবং বিদেশের সাথে বাণিজ্যের ঋণাত্মক হিসাব অর্থনীতিকে ব্যাহত করতে থাকে। গুয়াতেমালার সরকার কাটা ফুল, "তুষার মটরশুঁটি", ইত্যাদি ব্যতিক্রমী কৃষিদ্রব্য রপ্তানি করাকে উৎসাহিত করে এবং উন্মুক্ত বাণিজ্য অঞ্চল ও যন্ত্রাংশ-সংযোজন কারখানা সৃষ্টি করে শিল্পক্ষেত্রের বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশটির অর্থনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা চালায়। ২১শ শতকের শুরুতে এসে গুয়াতেমালার অর্ধেকের বেশি লোক দারিদ্র্য রেখার নিচে বসবাস করত। প্রবাসী গুয়াতেমালানদের পাঠানো বৈদেশিক মুদ্রাই দেশের বৈদেশিক আয়ের মূল উৎসে পরিণত হয়, যা রপ্তানি ও পর্যটন ক্ষেত্রের সমন্বিত আয়ের চেয়েও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বৃহত্তম বাণিজ্য অংশীদার; গুয়াতেমালার ৩৬% আমদানি যুক্তরাষ্ট্র থেকে আসে এবং ৪০% রপ্তানি যুক্তরাষ্ট্রে যায়।[8] গুয়াতেমালার স্থানীয় মুদ্রার নাম কেৎসাল (Quetzal)। দেশটির মোট আভ্যন্তরীণ উৎপাদনের মূল্যমান প্রায় ১২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার, যা বিশ্বের ৮১তম বৃহত্তম অর্থনীতি। মাথাপিছু মোআউ ৭৭০০ মার্কিন ডলার। সেবাখাত অর্থনীতির বৃহত্তম খাত।

গুয়াতেমালা-এর অর্থনীতি
গুয়াতেমালা শহর বাণিজ্যিক এলাকা
মুদ্রাকেতসাল
অর্থবছরবর্ষপঞ্জি বছর
পরিসংখ্যান
স্থুআউ১২ হাজার ৫৯০ কোটি মার্কিন ডলার (২০১২, ক্রয়ক্ষমতা)
স্থুআউ প্রবৃদ্ধি৪.১% (২০১৫ প্রাক্কলিত)
মাথাপিছু স্থুআউ৭,৭০০ মার্কিন ডলার (2015 প্রাক্কলিত)
ক্ষেত্র অনুযায়ী স্থুআউকৃষিখাত ১৩.৪%, শিল্পখাত ২৩.৮%, সেবাখাত ৬২.৭% (২০১৫ প্রাক্কলিত)
মুদ্রাস্ফীতি২.৪% (২০১৫ প্রাক্কলিত)
দারিদ্র্যসীমার নিচে অবস্থিত জনসংখ্যা৫৪% (২০১১)
জিনি সূচক৫৪.১ (২০০৬)
বেকারত্বের হার২.৯% (2012)[1]
প্রধান শিল্পসমূহচিনি, বস্ত্র ও পোশাক, আসবাবপত্র, রাসায়নিক দ্রব্য, পেট্রোলিয়াম, ধাতু, রবার, পর্যটন
ব্যবসা করার সহজসাধ্যতা সূচক৮৮তম (২০১৭)[2]
বৈদেশিক বাণিজ্য
রপ্তানি৯৮৬.৪ শত কোটি মার্কিন ডলার (২০১২ প্রাক্কলিত)
রপ্তানি পণ্যকফি, চিনি, পেট্রোলিয়াম, তৈরি পোশাক, কলা, ফল ও সবজি, এলাচি (২০১২)
প্রধান রপ্তানি অংশীদার United States ৩৯.২%
 El Salvador ১১.৪%
 Honduras ৬.৮%
 Mexico ৫.৪%
 Nicaragua ৪.০% (২০১২ প্রাক্কলন)[3]
আমদানি১ হাজার ৫৫৭ কোটি মার্কিন ডলার (২০১২ প্রাক্কলিত)
আমদানিকৃত পণ্যজ্বালানি, যন্ত্রপাতি ও পরিবহন সরঞ্জাম, নির্মাণ সামগ্রী, খাদ্যশস্য, সার, বিদ্যুৎ, খনিজ দ্রব্য, রাসায়নিক দ্রব্য, প্লাস্টিক পদার্থ ও দ্রব্য
প্রধান আমদানি অংশীদার United States 38.4%
 Mexico 11.9%
 China 8.3%
 El Salvador 5.1%
 Colombia 4.2% (2012 est.)[4]
সরকারি অর্থসংস্থান
সরকারি ঋণ১ হাজার ৬১৭ কোটি মার্কিন ডলার (৩১শে ডিসেম্বর ২০১২)
আয়US$5.799 billion (2012 est.)
ব্যয়US$7.091 billion (2012 est.)
অর্থনৈতিক সাহায্য$250 million (2000 est.)
ক্রেডিট রেটিংStandard & Poor's:[5]
BB+ (Domestic)
BB (Foreign)
BBB- (T&C Assessment)
Outlook: Stable[6]
Moody's:[6]
Ba1
Outlook: Stable
Fitch:[6]
BB+
Outlook: Stable
বৈদেশিক মুদ্রার ভাণ্ডারUS$6.187 billion (March 2011)[7]
মূল উপাত্ত সূত্র: সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক
মুদ্রা অনুল্লেখিত থাকলে তা মার্কিন ডলার এককে রয়েছে বলে ধরে নিতে হবে।

তথ্যসূত্র

  1. "World DataBank"। The World Bank।
  2. "Ease of Doing Business in Guatemala"। Doingbusiness.org। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৫
  3. "Export Partners of Guatemala"CIA World Factbook। ২০১২। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-২৫
  4. "Import Partners of Guatemala"CIA World Factbook। ২০১২। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-২৫
  5. "Sovereigns rating list"। Standard & Poor's। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১১
  6. Rogers, Simon; Sedghi, Ami (১৫ এপ্রিল ২০১১)। "How Fitch, Moody's and S&P rate each country's credit rating"The Guardian। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১১
  7. "International Reserves and Foreign Currency Liquidity - GUATEMALA"। International Monetary Fund। ৬ মে ২০১১। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১১
  8. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gt.html Retrieved 2 June 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.