গারট্রুড স্টেইন
গারট্রুড স্টেইন (ইংরেজি: Gertrude Stein; ৩ ফেব্রুয়ারি ১৮৭৪ - ২৭ জুলাই ১৯৪৬) ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও শিল্প সংগ্রাহক। পিট্সবার্গের নিকটবর্তী আলেঘেনি ওয়েস্টে জন্মগ্রহণকারী স্টেইন ক্যালিফোর্নিয়ার ওকল্যাণ্ডে বেড়ে ওঠেন এবং ১৯০৩ সালে প্যারিস চলে যান। বাকি জীবন তিনি সেখানেই কাটান। তিনি প্যারিস সালুনের মালিক ছিলেন, যেখানে সাহিত্য ও শিল্পকলার আধুনিকতাবাদী প্রধান ব্যক্তিত্বরা, যেমন পাবলো পিকাসো, আর্নেস্ট হেমিংওয়ে, এফ. স্কট ফিট্জেরাল্ড, সিনক্লেয়ার লুইস, এজরা পাউন্ড, শেরউড অ্যান্ডারসন, অঁরি মাতিস, মিলিত হয়েছিলেন।
গারট্রুড স্টেইন | |
---|---|
![]() ১৯৩৫ সালে স্টেইন (কার্ল ভ্যান ভেচটেনের তোলা ছবি) | |
স্থানীয় নাম | Gertrude Stein |
জন্ম | আলেঘেনি, পেন্সিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | ৩ ফেব্রুয়ারি ১৮৭৪
মৃত্যু | জুলাই ২৭, ১৯৪৬ ৭২) নোইলি-সুর-সিন, ফ্রান্স | (বয়স
পেশা | ঔপন্যাসিক, কবি, নাট্যকার, শিল্প সংগ্রাহক |
জাতীয়তা | মার্কিন |
সাহিত্য আন্দোলন | আধুনিকতাবাদী সাহিত্য |
সঙ্গী | অ্যালিস বেবেট টোলকাস |
স্বাক্ষর | ![]() |
১৯৩৩ সালে স্টেইন তার প্যারিসের জীবন নিয়ে একটি খণ্ড-স্মৃতিকথা দি অটোবায়োগ্রাফি অব অ্যালিস বি. টোকলাস প্রকাশ করেন, যা তার সঙ্গী অ্যালিস বি. টোকলাসের বর্ণনায় বিবৃত হয়েছে। বইটি সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং স্টেইনকে কাল্ট-সাহিত্যের তুলনামূলক অস্পষ্টতা থেকে মূলধারার দৃষ্টি আকর্ষণে ভূমিকা পালন করে। তার দুটি উক্তি সর্বত্র পরিচিতি লাভ করে: "গোলাপ হল গোলাপ হল গোলাপ হল গোলাপ" এবং "কোন কিছু নেই", দ্বিতীয় উক্তিটি তার ওকল্যাণ্ডের বাড়িকে বুঝাতে ব্যবহৃত হয়।[1]
তার অন্যান্য বই হল তার বান্ধবী ফের্নহার্স্টসহ আরও কয়েকজন সমকামী নারীর প্রেমের সম্পর্ক নিয়ে কিউ.ই.ডি. (১৯০৩), কল্পনাধর্মী ত্রিকোণ প্রেমের গল্প থ্রি লাইভস (১৯০৫-০৬), ও দ্য মেকিং অব আমেরিকান্স (১৯০২-১১)। টেন্ডার বাটন্স (১৯১৪) বইতে স্টেইন সমকামী নারীর যৌনতা নিয়ে মন্তব্য করেন।
তথ্যসূত্র
- "Extravagant Crowd | Gertrude Stein & Alice B. Toklas"। brbl-archive.library.yale.edu। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: গারট্রুড স্টেইন |
- গুটেনবের্গ প্রকল্পে Gertrude Stein-এর সাহিত্যকর্ম ও রচনাবলী (ইংরেজি)
- ইন্টারনেট আর্কাইভে গারট্রুড স্টেইন কর্তৃক কাজ বা সম্পর্কে তথ্য
- লিব্রিভক্সের পাবলিক ডোমেইন অডিওবুকসে
গারট্রুড স্টেইন
পুরস্কার ও স্বীকৃতি | ||
---|---|---|
পূর্বসূরী জ্যাক ক্রফোর্ড |
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ ১১ সেপ্টেম্বর ১৯৩৩ |
উত্তরসূরী জর্জ এফ. জুক |