পাবলো পিকাসো
পাবলো রুইজ ই পিকাসো (/pɪˈkɑːsoʊ,
পাবলো পিকাসো | |
---|---|
![]() ১৯০৮ সালে পিকাসো | |
জন্ম | পাবলো, দিয়েগো, হোসে, ফ্রান্সিসকো ডি পাওলা, হুয়ান নেপোমুসিনো, মারিয়া ডি লস রেমিডিওস, সিপিয়ানো ডে লা সান্তিসিমা ত্রিনিদাদ, রুইজ পিকাসো[1] ২৫ অক্টোবর ১৮৮১ |
মৃত্যু | ৮ এপ্রিল ১৯৭৩ ৯১) মোগিঁ, ফ্রান্স | (বয়স
সমাধি | শাতু অফ ভভেঁয়ারগে ৪৩.৫৫৪১৪২° উত্তর ৫.৬০৪৪৩৮° পূর্ব |
জাতীয়তা | স্প্যানিশ |
শিক্ষা | হোসে রুইজ ই ব্লাস্কো (বাবা), রিয়েল আকাদেমিয়া বেলা আরতে দে সান ফেরনাঁদো |
পরিচিতির কারণ | চিত্র, অঙ্কন, ভাস্কর্য প্রিন্টমেকিং, মৃৎশিল্প, পর্যায় নকশা, লেখা |
উল্লেখযোগ্য কর্ম | লেই দেমোয়াজেল দে'ভিনিয়োঁ (১৯০৭) গের্নিকা (১৯৩৭) দ্য উইপিং উইম্যান (১৯৩৭) |
আন্দোলন | কিউবিজম, পরাবাস্তবাদ |
দাম্পত্য সঙ্গী | ওলগা খোখলোভা (১৯১৮-১৯৫৫) জ্যাকুলিন রোক (১৯৬১–১৯৭৩) |
পিকাসো, হেনরি মাতিসে এবং মার্সেল ডচাম্প এই তিনজন শিল্পী ২০শ শতাব্দীর শুরুতে প্লাস্টিক আর্টে বৈপ্লবীয় উন্নতি সাধনের মাধ্যমে চিত্রকর্ম, ভাস্কর্য, প্রিন্টমেকিং এবং মৃৎশিল্পে ব্যাপক পরিবর্তন ঘটান।
পিকাসো ২০শ শতাব্দীর শিল্পে একজন শ্রেষ্ঠ-পরিচিত ব্যক্তিত্বে পরিণত হন।
কর্মজীবন
১৮৯০ সালের পূর্বে বাবার অধীনে পিকাসোর প্রশিক্ষণ শুরু হয়। তার সে সময়কার অগ্রগতি ফুটে উঠে বার্সেলোনায় মুইজিও পিকাসোতে সংগৃহীত চিক্রকর্মগুলোতে। জাদুঘরটি যে কোন প্রধান শিল্পীর প্রারম্ভিক কাজের সংগ্রহের জন্য প্রখ্যাত।
দামি শিল্পকর্ম
_-_BEIC_6356204.jpg)
২০১৫ সালের ১১ই মে স্পেনের কিংবদন্তি চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা 'উইমেন অব আলজিয়ার্স' ছবিটি বিশ্বের সবচেয়ে দামি শিল্পিকর্মে পরিণত হয়েছিল । নিলামে চিত্রকর্মটি রেকর্ড ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল । বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪০ কোটি টাকা । পিকাসোর এ তৈলচিত্রটিতে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছিল । এতে পিকাসোয় সুপরিচিত কিউবিক ধারায় ছাপ রয়েছে । নগ্ন এক রমণীকে সেখানে দেখা গেছে । এটি পিকাসোর ১৫টি শিল্পকর্মের একটি সিরিজের অংশ ।
১৯৫৪-৫৫ সালের দিকে এটি এঁকেছিলেন তিনি । এটিতে A থেকে O পর্যন্ত ইংরেজি বর্ণমালার ব্যবহার ছিল । নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হাওয়া শিল্পকর্মের তালিকায় ছিল ব্রিটিশ চিত্রশিল্পী ফ্রান্সিস বেকন 'Three of Studies of Lusian Froyd' । ২০১৩ সালে নভেম্বরে এটি ১৪ কোটি ২৪ লাখ ডলারে বিক্রি হয় ।
উল্লেখযোগ্য শিল্পকর্ম
- ল্য মুঁল্যা দ্য লা গালেৎ
- দ্য ব্লু রুম
- ওল্ড গিটারিস্ট
- সেল্ফ-পোট্রেট
- টু নুডস
- থ্রি মুজিশিয়ানস্
- মডেল অ্যান্ড ফিশবৌল
- গের্নিকা
- উইমেন অব আলজিয়ার্স
তথ্যসূত্র
- Pierre Daix, Georges Boudaille, Joan Rosselet, Picasso, 1900-1906: catalogue raisonné de l'oeuvre peint, Editions Ides et Calendes, 1988
- "Picasso". Random House Webster's Unabridged Dictionary.
- "The Guitar, MoMA"। Moma.org। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১২।
- "Sculpture, Tate"। Tate.org.uk। ৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১২।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে পাবলো পিকাসো সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: পাবলো পিকাসো |
- Union List of Artist Names, Getty Vocabularies. ULAN Full Record Display for Pablo Picasso. Getty Vocabulary Program, Getty Research Institute. Los Angeles, California
- Picasso's works at the Guggenheim Museum
- গ্রন্থাগারে পাবলো পিকাসো সম্পর্কিত বা কর্তৃক কাজ (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) (ইংরেজি)
- Guggenheim Museum Biography
- Metropolitan Museum of Art (New York City)
- Musée National Picasso (Paris, France)
- Museo Picasso Málaga (Málaga, Spain)
- Museu Picasso (Barcelona, Spain)
- পাবলো পিকাসো মিউজিয়াম অব মডার্ন আর্টে
- National Gallery of Art
- Los Angeles County Museum of Art (LACMA) (Los Angeles, California)