এফ. স্কট ফিট্জেরাল্ড
ফ্রান্সিস স্কট কি ফিট্জেরাল্ড (ইংরেজি: Francis Scott Key Fitzgerald; জন্ম: ২৪ সেপ্টেম্বর ১৮৯৬ - ২১ ডিসেম্বর ১৯৪০)[1] ছিলেন একজন মার্কিন কথাসাহিত্যিক। তার কর্ম জ্যাজ যুগের বর্ণনা পাওয়া যায়। জীবদ্দশায় তিনি সীমিত পরিসরে সাফল্য অর্জন করলেও বর্তমান সময়ে তাকে বিংশ শতাব্দীর অন্যতম সেরা মার্কিন লেখক বলে গণ্য করা হয়। ফিট্জেরাল্ডকে ১৯২০-এর দশকের "হারানো প্রজন্ম"-এর একজন সদস্য বলে ধরা হত। তার সমাপ্ত করা কর্মগুলো হল দিস সাইড অব প্যারাডাইজ, দ্য বিউটিফুল অ্যান্ড ড্যামড, দ্য গ্রেট গেটসবি, এবং টেন্ডার ইজ নাইট। তার পঞ্চম ও অসমাপ্ত কাজটি ছিল দ্য লাস্ট টাইকুন, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তার চারটি ছোটগল্প সংকলন প্রকাশিত হয় এবং ১৬৪টি ছোটগল্প তার জীবনকালেই বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়।
এফ. স্কট ফিট্জেরাল্ড | |
---|---|
![]() ১৯২১ সালে ফিট্জেরাল্ড | |
স্থানীয় নাম | F. Scott Fitzgerald |
জন্ম | সেন্ট পল, মিনেসোটা, মার্কিন যুক্তরাষ্ট্র | ২৪ সেপ্টেম্বর ১৮৯৬
মৃত্যু | ২১ ডিসেম্বর ১৯৪০ ৪৪) হলিউড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
সমাধিস্থল | সেন্ট ম্যারিস সেমেটারি, ম্যারিল্যান্ড |
পেশা | লেখক |
ভাষা | ইংরেজি |
সময়কাল | "হারানো প্রজন্ম" |
ধরন | উপন্যাস, ছোটগল্প |
বিষয় | জ্যাজ |
সক্রিয় বছর | ১৯২০-১৯৪০ |
দাম্পত্যসঙ্গী | জেল্ডা ফিট্জেরাল্ড (বি. ১৯২০–১৯৪০) |
সন্তান | ফ্রান্সেস স্কট ফিট্জেরাল্ড |
স্বাক্ষর | ![]() |
প্রারম্ভিক জীবন
ফিট্জেরাল্ড ১৮৯৬ সালের ২৪শে সেপ্টেম্বর মিনেসোটার সেন্ট পলে একজন উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ফিট্জেরাল্ডের বিখ্যাত চাচাতো ভাইয়ের নামানুসারে তার নাম রাখা হয় ফ্রান্সিস স্কট কি এবং তিনবার তা বাদ দেওয়া হয়,[2] কিন্তু তিনি বরাবরই স্কট ফিট্জেরাল্ড নামে পরিচিত ছিলেন। এছাড়া তার দুই অকালপ্রয়াত বোনের একজন লুইস স্কট ফিট্জেরাল্ডের নামানুসারেও তার নামকরণ করা হয়েছিল।[3] ফিট্জেরাল্ড পরবর্তীকালে এ সম্পর্কে লিখেন "আমি জন্মের তিন মাস পূর্বে, আমার মা তার দুই সন্তানকে হারায়... আমি মনে করি আমি তখন থেকেই লেখক হওয়া শুরু করেছিলাম।"[4]
কাজের চলচ্চিত্রে উপযোগকরণ
ফিট্জেরাল্ডের কাজসমূহ বেশ কিছু চলচ্চিত্রে উপযোগ করা হয়েছে। সর্বপ্রথম তার রচিত ছোটগল্প অবলম্বনে নির্মাণ করা হয় ১৯২১ সালের নির্বাক চলচ্চিত্র দ্য অফ-শোর পাইরেট। দ্য বিউটিফুল অ্যান্ড ড্যামড উপন্যাসটি ১৯২২ ও ২০১০ সালে দুইবার চলচ্চিত্র উপযোগী করা হয়েছে। দ্য গ্রেট গেটসবি উপন্যাস অবলম্বনে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে, তন্মধ্যে রয়েছে ১৯২৬, ১৯৪৯, ১৯৭৪, ২০০০, এবং ২০১৩ সালের চলচ্চিত্র। টেন্ডার ইজ দ্য নাইট ১৯৬২ সালের চলচ্চিত্র ও ১৯৮৫ সালের টেলিভিশন মিনি ধারাবাহিকে উপযোগী করা হয়েছে। তার ছোটগল্প দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন অবলম্বনে নির্মিত হয় ২০০৮ সালের দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন।
তথ্যসূত্র
- "F. Scott Fitzgerald"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮।
- ম্যাথু জোসেফ, ব্রুকলি; স্মিথ, স্কট ফিট্জেরাল্ড (২০০২)। Some Sort of Epic Grandeur: The Life of F. Scott Fitzgerald। কলাম্বিয়া: সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১৩।
- শিফ, জোনাথন (২০০১)। Ashes to Ashes: Mourning and Social Difference in F. Scott Fitzgerald's Fiction। সেলিংসগ্রোভ: সাস্কেহানা বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ২১।
- ফিট্জেরাল্ড, এফ. স্কট (১৯৫৭)। Afternoon of an Author: A Selection of Uncollected Stories and Essays। নিউ ইয়র্ক: স্কিবনার। পৃষ্ঠা ১৮৪।
বহিঃসংযোগ
- উইকিলিভ্রেসে এই নিবন্ধ সম্পর্কিত মৌলিক মিডিয়া বা পাঠ্য রয়েছে: এফ. স্কট ফিট্জেরাল্ড (নিউজিল্যান্ডের পাবলিক ডোমেইনে)
- F. Scott Fitzgerald Papers at Princeton University
- F. Scott Fitzgerald Centenary pages—at the University of South Carolina
- Annotated Bibliography—at Scott-Fitzgerald.com
- গুটেনবের্গ প্রকল্পে এফ. স্কট ফিট্জেরাল্ড-এর সাহিত্যকর্ম ও রচনাবলী (ইংরেজি)
- ফেডেড পেজে (কানাডা) F. Scott Fitzgerald-এর সাহিত্যকর্ম ও রচনাবলী (ইংরেজি)
- ইন্টারনেট আর্কাইভে এফ. স্কট ফিট্জেরাল্ড কর্তৃক কাজ বা সম্পর্কে তথ্য
- লিব্রিভক্সের পাবলিক ডোমেইন অডিওবুকসে
এফ. স্কট ফিট্জেরাল্ড - Online catalog of F. Scott Fitzgerald's personal library, online at LibraryThing
টেমপ্লেট:এফ. স্কট ফিট্জেরাল্ড