খেন্ রাজবংশ
সেন(বাংলা) বা খেন্ (অসমীয়া) বংশ মধ্যযুগে কামরূপ রাজ্য শাসন করা একটি রাজবংশ। আরিমত্তর বংশধর শেষ রাজা মৃগাংক (১৪১৫-১৪৪০) অপুত্রক হওয়ার কারণে তার মৃত্যুর পর কামতারাজের অধীনের ভূইঞাদের মধ্যে নীলধ্বজ নামের একজন ভূইঞা ১৪৪০ সালে গৌড়র সিংহাসন দখল করেন। তিনি কামরূপ-কামতায় খেন্ বা খান বা সেন বংশর পত্তন করেন। নীলধ্বজের পর এক পুত্র চক্রধ্বজ এবং তার পরে চক্রধ্বজের পুত্র নীলাম্বর রাজা হন। গৃহ কোন্দলের সুযোগে মুসলমানরা আক্রমণ করায় এই রাজবংশ বেশিদিন শাসন করতে পরেনি। ১৪৯৮ খ্রিষ্টাব্দে নীলাম্বরের মৃত্যুতে খেন্ বংশের অন্ত হয়।[1]
কামরূপ রাজ্য | |||||
সেন বংশ(বাংলা) বা খেন্ (অসমীয়া) বংশ | |||||
| |||||
রাজধানী | কামরূপনগর কামতাপুর বিদ্যানন্দ চতরা | ||||
ভাষাসমূহ | অসমীয়া | ||||
ধর্ম | হিন্দু ধর্ম | ||||
সরকার | রাজতন্ত্র | ||||
মহারাজা | |||||
- | ১৪৪০-১৪৬০ খ্রিস্টাব্দ | নীলধ্বজ সেন | |||
- | ১৪৬০-১৪৮০ খ্রিস্টাব্দ | চক্রধ্বজ সেন | |||
- | ১৪৮০-১৪৯৮ খ্রিস্টাব্দ | নীলাম্বর সেন | |||
ঐতিহাসিক যুগ | ধ্রুপদী ভারত | ||||
- | সংস্থাপিত | ১৪৪০ | |||
- | ভাঙ্গিয়া দেত্তয়া হয়েছে | ১৪৯৮ | |||
সতর্কীকরণ: "মহাদেশের" জন্য উল্লিখিত মান সম্মত নয় |
তথ্যসূত্র
- কৌশিক বরুয়া, শান্তনু (২০১৫)। অসম ইয়ের বুক ২০১৬। গুয়াহাটি: জ্যোতি প্রকাশন। পৃষ্ঠা ২৩২–৩৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.