পাল রাজবংশ (কামরূপ)

পাল রাজবংশ (ইংরেজি: Pala dynasty (Kamarupa)) আনুমানিক ৯৯০ খ্রীষ্টাব্দ থেকে ১১৩৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত কামরূপ রাজ্য রাজত্ব করেছিল। শালস্তম্ভ বংশের শেষ রাজা ত্যাগ সিংহের সন্তান-সন্ততি না থাকায় সেই বংশ লোপ পেয়েছিল।[1] প্রজাগণ ব্রহ্মপাল নামক পুরানো নরক বংশীয় একজন রাজকুমারকে রাজা মনোনীত করেছিল।[1] বঙ্গীয় পাল রাজবংশের মত তাদেরও প্রথম রাজা নির্বাচিত করা হয়েছিল। বঙ্গীয়র পাল রাজবংশ বৌদ্ধ ধর্মী ছিল। অন্যদিকে, কামরূপ রাজ্য রাজত্ব করা পাল রাজবংশ হিন্দু ছিল।

কামরূপ রাজ্য
পাল রাজবংশ

৯৯০ খ্রীষ্টাব্দ–১১৩৮ খ্রীষ্টাব্দ
 

 

 

রাজধানী দুর্জ্জয়া (বর্তমানের গুয়াহাটি)
ধর্ম হিন্দু ধর্ম
সরকার Monarchy
মহারাজাধিরাজাব্রহ্মপাল
 - ১০১০ - ১০৪০ খ্রীষ্টাব্দ রত্নপাল
 - ১০৪০ – ১০৬৫ খ্রীষ্টাব্দ ইন্দ্রপাল
 - ১০৬৫ - ১০৮০ খ্রীষ্টাব্দ গোপাল
 - ১০৮০ – ১০৯৫ খ্রীষ্টাব্দ হর্ষপাল
 - ১০৯৫ – ১১২০ খ্রীষ্টাব্দ ধর্মপাল
 - ১১২০ – ১১৩৮ খ্রীষ্টাব্দ জয়পাল
ইতিহাস
 - সংস্থাপিত ৯৯০ খ্রীষ্টাব্দ
 - ভাঙ্গিয়া দেত্তয়া হয়েছে ১১৩৮ খ্রীষ্টাব্দ
সতর্কীকরণ: "মহাদেশের" জন্য উল্লিখিত মান সম্মত নয়

রাজাগণ

ক্রমরাজাকার্য্যকাল (খ্রীষ্টাব্দ)
ব্রহ্মপাল৯৯০ - ১০১০
রত্নপাল১০১০ – ১০৪০
ইন্দ্রপাল১০৪০ - ১০৬৫
গোপাল১০৬৫ - ‍১০৮০
হর্ষপাল১০৮০ - ১০৯৫
ধর্মপাল১০৯৫ - ১১২০
জয়পাল১১২০ - ১১৩৮

বৃদ্ধকালে ব্রহ্মপাল সন্ন্যাস গ্রহণ করেন এবং পিতার ইচ্ছা অনুসারে পুত্র রত্নপাল কামরূপের রাজা হন। রত্নপালের পর এক নাতি ইন্দ্রপাল এবং ক্রমে গোপাল, হর্ষপাল, ধর্মপাল রাজা হন। রাজা হয়ে ধর্মপাল রাজধানী প্রাগজ্যোতিষপুর থেকে কামরূপ নগরে নিয়ে যান।[2] ধর্মপালের পর তার পুত্র জয়পাল রাজা হন।

পাল বংশর পতন

গৌড়ের রাজা রামপাল জয়পাল রাজার সময়ে কামরূপ রাজ্য আক্রমণ করেন। এর পরেই কামরূপ রাজ্যে পাল রাজবংশের পতন ঘটে।

তথ্যসূত্র

  1. ভূপেন্দ্র নাথ চৌধুরী (১৯৯৫)। সোণর অসম। খগেন্দ্রনারায়ণ দত্তবরুয়া, লয়ার্স বুক স্টল। পৃষ্ঠা ২১।
  2. শান্তনু কৌশিক বরুয়া (২০১৫)। অসম ইয়ের বুক ২০১৬। গুয়াহাটি: জ্যোতি প্রকাশন।

গ্রন্থপঞ্জী

  • Sircar, D. C. The Bhauma-Naraka or the Pala Dynasty of Brahmapala, The Comprehensive History of Assam, ed H. K. Barpujari, Guwahati, 1990.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.