ক্রিস্টেন উইগ
ক্রিস্টেন ক্যারল উইগ (ইংরেজি: Kristen Carroll Wiig; জন্ম: ২২ আগস্ট ১৯৭৩)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, লেখিকা ও প্রযোজক। তিনি এনবিসি চ্যানেলের স্কেচ হাস্যরসাত্মক ধারাবাহিক স্যাটারডে নাইট লাইভ (২০০৫-১২)-এ এবং ব্রাইডসমেইডস (২০১১), দ্য মার্শিয়ান (২০১৪) ও ঘোস্টবাস্টারস (২০১৬) চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন।
ক্রিস্টেন উইগ | |
---|---|
Kristen Wiig | |
![]() ২০১৪ সালে টরন্টো চলচ্চিত্র উৎসবে উইগ | |
জন্ম | ক্রিস্টেন ক্যারল উইগ ২২ আগস্ট ১৯৭৩ |
যেখানের শিক্ষার্থী | অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, লেখিকা, প্রযোজক |
কার্যকাল | ২০০৩-বর্তমান |
উইগ আটটি এমি পুরস্কারের মনোনয়ন এবং ডেসপিকেবল মি টু চলচ্চিত্রে তার কাজের জন্য একটি অ্যানি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ব্রাইডসমেইডস (২০১১) ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন এবং শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
প্রারম্ভিক জীবন
উইগ ১৯৭৩ সালের ২২শে আগস্ট নিউ ইয়র্কের কানান্ডিয়াগুয়ায় জন্মগ্রহণ করেন।[2] তার পিতা জন উইগ পশ্চিম নিউ ইয়র্কে একটি লেক মেরিনা চালান এবং তার মাতা লরি (জনস্টন) একজন চিত্রশিল্পী।[3] তার পিতা নরওয়েজীয় ও আইরিশ বংশোদ্ভূত এবং মাতা ইংরেজ ও স্কটিশ বংশোদ্ভূত।[4] উইগ নামটি এসেছে নরওয়ের সইন অগ ফিওরদানের ভিক অঞ্চল থেকে।
তথ্যসূত্র
- "Monitor"। এন্টারটেইনমেন্ট উয়িকলি (issue 1220/1221)। ১৭ আগস্ট ২০১২। পৃষ্ঠা 28।
- "Kristen Wiig"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৮।
- ব্রোকস, এমা (১৮ নভেম্বর ২০১১)। "Kristen Wiig: 'My next movie – it's going to be a Porky's prequel'"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৮।
- মট্র্যাম, জেমস (১৭ জুন ২০১১)। "Always the bridesmaid"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ক্রিস্টেন উইগ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অলমুভিতে ক্রিস্টেন উইগ (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্রিস্টেন উইগ
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ক্রিস্টেন উইগ
(ইংরেজি) - রটেন টম্যাটোসে ক্রিস্টেন উইগ (ইংরেজি)