কোয়ান্টাম মহাকর্ষ

কোয়ান্টাম মহাকর্ষ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের একটি শাখা যেখানে কোয়ান্টাম বলবিজ্ঞান এবং সাধারণ আপেক্ষিকতাকে একত্রিত করার চেষ্টা করা হয়। কোয়ান্টাম বলবিজ্ঞান প্রকৃতির তিনটি মৌলিক বলকেই ব্যাখ্যাকরতে পারে এবং সাধারণ আপেক্ষিকতা প্রকৃতির চতুর্থ মৌলিক বল তথা মহাকর্ষ বলকে ব্যাখ্যা করে। সাধারণ আপেক্ষিকতা হল সুবিশাল স্কেলে মহাবিশ্বের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করার জন্য এবং কোয়ান্টাম বলবিজ্ঞান হল অতিপারমানবিক পর্যায়ের ব্যাখ্যার জন্য। এখনও একটি দিয়ে অন্যটি ব্যাখ্যা করা যায়নি। এ দুটিকে একত্রিত করতে পারলে প্রকৃতির চারটি মৌলিক মিথস্ক্রিয়াকে একটিমাত্র কাঠামোতে ব্যাখ্যা করার উপযগী তত্ত্ব প্রদান সম্ভব হতে পারে। সেই তত্ত্বকে বলা হবে সবকিছুর তত্ত্ব বা থিওরি অফ এভরিথিং।

তত্ত্বসমূহ

কোয়ান্টাম মহাকর্ষ ব্যাখ্যা করার জন্য বেশ কয়েকটি তত্ত্বের অবতারণা করা হয়েছে:

  • স্ট্রিং তত্ত্ব, সুপারস্ট্রিং তত্ত্ব, এম-তত্ত্ব
  • অতিমহাকর্ষ
  • AdS/CFT correspondence
  • হুইলার-ডিউইট সমীকরণ
  • লুপ কোয়ান্টাম মহাকর্ষ
  • ইউক্লিডীয় কোয়ান্টাম মহাকর্ষ
  • Causal Sets
  • টুইস্টর তত্ত্ব
  • শাখারভ আবেশিত মহাকর্ষ
  • Regge calculus
  • Acoustic metric
  • প্রক্রিয়া পদার্থবিজ্ঞান
  • Causal dynamical triangulation
  • অ্যান এক্সেপশনাল্‌লি সিম্প্‌ল থিওরি অফ এভরিথিং, সবকিছুর তত্ত্ব
  • ওয়াইনবার্গ-উইটেন উপপাদ্য

কোয়ান্টাম মহাকর্ষ গবেষকবৃন্দ

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.