কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন

departure time from rangpur: 08:37 am কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা সদরে অবস্থিত একটি স্টেশন।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন
বাংলাদেশ রেলওয়ের স্টেশন
অবস্থানকুড়িগ্রাম, রংপুর
বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইন (সমূহ)তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইন
প্ল্যাটফর্ম১টি
নির্মাণ
গঠনের ধরণমানক
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
অবস্থান

ইতিহাস

১৮৭৯ সালে তৈরি পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী লাইনের একটি শাখা তিস্তা জংশন থেকে বের হয়ে কুড়িগ্রাম পর্যন্ত যায়। এটি প্রথমে ন্যারোগেজ লাইন ছিল। তিস্তা জংশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত লাইনটিকে ১৯২৮-১৯২৯ সালে মিটারগেজ রুপান্তর করা হয়। পরবর্তীতে ১৯৬৭ সালে কুড়িগ্রাম থেকে চিলমারী পর্যন্ত নতুন ২৮.৫৫ কিলোমিটার মিটারগেজ রেললাইন তৈরি হয়। কিন্তু ১৯৭০ এর দশকের প্রথম দিকের বন্যায় চিলমারী রেলওয়ে স্টেশন বহ্মপুত্র নদী গর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে শুধু রমনা বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করে।

পরিষেবা

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চলাচলকারী ট্রেনসমূহ:

আন্তঃনগর ট্রেন
লোকাল ট্রেন
  • রমনা লোকাল: রমনা বাজার - পার্বতীপুর- রমনা বাজার

এছাড়াও আন্তঃনগর রংপুর এক্সপ্রেসলালমনি এক্সপ্রেস-এর সংযোগকারী দুইটি শাটল ট্রেন চলাচল করে।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.