কুড়িগ্রাম এক্সপ্রেস
কুড়িগ্রাম এক্সপ্রেস (ট্রেন নং ৭৯৭/৭৯৮) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলকারী একটি নতুন আন্তঃনগর ট্রেন। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দিয়ে কুড়িগ্রাম বাসী ঢাকার সাথে সরাসরি আন্তঃনগর ট্রেনের মাধ্যমে যুক্ত হয়েছে। ট্রেনটির সাহায্যে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ আরও উন্নত হল।
![]() | |
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
প্রথম পরিষেবা | ১৬ অক্টোবর ২০১৯ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল |
যাত্রাপথ | |
শুরু | কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন |
বিরতি | ৯টি |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৪০৫ কিলোমিটার (২৫২ মাইল)[1] |
যাত্রার গড় সময় | ১০ ঘণ্টা |
পরিষেবার হার | ৬ দিন (বুধবার বন্ধ) |
রেল নং | ৭৯৭/৭৯৮ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | এসি, নন-এসি, শোভন, সুলভ |
আসন বিন্যাস | হ্যাঁ |
ঘুমানোর ব্যবস্থা | হ্যাঁ |
খাদ্য সুবিধা | হ্যাঁ |
কারিগরি | |
গাড়িসম্ভার | ১১ |
ট্র্যাক গেজ | মিটারগেজ |
ইতিহাস
ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন পিটি ইনকা কোচ দিয়ে এ ট্রেন চলে। ১৬ই অক্টোবর ২০১৯ রোজ বুধবার সকাল ১২:২০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে পতাকা উড়িয়ে এ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।[2]
বগির সংখ্যা
কুড়িগ্রাম এক্সপ্রেস ১৪ টি বগি নিয়ে চলাচল করে।
আসন সংখ্যা
কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় এর আসন সংখ্যা ৬৫৭ টি। ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার সময় এর আসন সংখ্যা ৬৩৮ টি।
রুট ও বিরতিস্থান
কুড়িগ্রাম এক্সপ্রেস নিম্নলিখিত স্টেশনসমূহ অতিক্রম করে
- কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন
- রংপুর রেলওয়ে স্টেশন
- বদরগঞ্জ রেলওয়ে স্টেশন
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন
- জয়পুরহাট রেলওয়ে স্টেশন
- সান্তাহার রেলওয়ে স্টেশন
- মাধনগর রেলওয়ে স্টেশন,নাটোর
- বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- কমলাপুর রেলওয়ে স্টেশন
সময়সূচী
কুড়িগ্রাম থেকে ছাড়বে সকাল ০৭:২০ মিনিটে ঢাকা পৌছাবে বিকাল ১৭:২৫ মিনিটে। ঢাকা থেকে ছাড়বে রাত ২০:৪৫ মিনিটে, কুড়িগ্রাম পৌছাবে সকাল ০৬:১৫ মিনিটে।
তথ্যসূত্র
- "জেনে নিন নতুন ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের সময়সূচি"। kalerkantha.com। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।
- "কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন, ঢাকার দিকে ছুটবে কাল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৯।