কিল্লা সাইফুল্লাহ জেলা

কিলা সাইফুল্লাহ, কিল্লা সাইফুল্লাহ,, অথবা সাইফুল্লাহ কিলা (পশতু: قلعہ سیف اللہ) (সাইফুল্লাহ খানের দুর্গ) পাকিস্তানের উত্তর-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে অবস্থিত একটি জেলা।[1]

কিল্লা সাইফুল্লাহ
জেলা
দেশপাকিস্তান
প্রদেশঅ্যাবোটাবাদ
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)

১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১,৯৪,০০০ জন এর মত।[2] তবে পশতু ভাষার কথিত বিশাল সংখ্যাগরিষ্ঠ লক্ষ্যে করা যায়, প্রায় (৯৯.২%) মানুষ ব্যবহার করে থাকেন।[3]

প্রশাসন

জেলা প্রশাসনিকভাবে নিম্নোক্ত তহসিলগুলে রয়েছে:[4]

  • কিলা সাইফুল্লাহ
  • মুসলিম বাগ

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

  • 1998 District Census report of Killa Saifullah। Census publication। 115। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.