শেরানী জেলা
শিরানি অথবা শেরানী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি জেলা।[2][3] T২০১৭ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১৫৩,১১৬ জন।[1] শেরানী উপজেলাটি সম্পূর্ণরূপে গ্রামীন এলাকায় অবস্থিত, এখানে চারটি গ্রাম রয়েছে, যথা: আহমেদি দিরগা (আহমেদী দেরগা), শিংহর, সুস্পার কিলি ও মানিখওয়া (মানি খওয়া)। উপজেলাটি সুলাইমান পর্বতমালার অভ্যন্তরে অবস্থিত এবং এটি সর্বোচ্চ পর্বত তখত-ই-সুলাইমান।
শেরানী জেলা Sherani District শিরানী | |
---|---|
District | |
Harifal | |
![]() শেরানী জেলার অবস্থান | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | বেলুচিস্তান |
প্রতিষ্ঠাকাল | ৩ জানুয়ারী ২০০৬ |
সদরদপ্তর | শিরানী |
আয়তন | |
• মোট | ২৮০০ কিমি২ (১১০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[1] | |
• মোট | ১,৫৩,১১৬ |
• জনঘনত্ব | ৫৫/কিমি২ (১৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
মোট দর্শনার্থী | ৩১,৮৩৭.(হরিফল, ৮৭২৮; শেরানী, ২৩,১০৯) |
তহসিলের সংখ্যা | ১ |
ওয়েবসাইট | www.balochistan.gov.pk |
ভৌগলিক অবস্থান
ভৌগলিক অবস্থান অনুযায়ী জেলাটির দক্ষিণে ওয়াজিরিস্তান, পূর্বে ডেরা ইসমাইল খান জেলা, দক্ষিণপূর্ব মুসাখেল জেলা, দক্ষিণ ও পশ্চিমে ঝব জেলা এবং উত্তর-পশ্চিমে আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের সীমানা ঘিরে রেখেছে।
জনসংখ্যার উপাত্ত
শেরানির জেলার ১৯৯৮ সালের আদমশুমারী তথ্য অনুযায়ী, ঝব জেলাটির একটি উপবিভাগ হিসেবে জনসংখ্যা ছিল প্রায় ৮১,৭০০ জন এর মত। প্রধান ভাষা পশতু হিসেবে প্রায় ৯৯.৭% মানুষ ভাষাটি ব্যবহার করে থাকে।[4]
তথ্যসূত্র
- "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF)। www.pbscensus.gov.pk। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "Welcome to Balochistan"। Government of Balochistan। ৬ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Districts"। Government of Balochistan। ১ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- 1998 District Census report of Zhob। Census publication। 107। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০। table 10।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে শেরানী জেলা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |