জাফরাবাদ জেলা
জাফরাবাদ অথবা জাফফরাবাদ অথবা জাফর খান জামালি (বেলুচি এবং উর্দু: جعفر آباد) আফগানিস্তানের বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত একটি জেলা। জাফরাবাদের সদর দপ্তরের নাম হচ্ছে ডেরা আল্লাহ ইয়ার নামক স্থান। জেলাটি পূর্বে ঝাটপাত এর একটি উপবিভাগ হিসেবে পরিচালিত হত; ১৯৭০ সালের আগ পর্যন্ত অঞ্চলটি জ্যাকোবাদের একটি অংশ ছিল এবং ১৯৭৫ সাল পর্যন্ত সিবি জেলার অংশ ছিল। এরপর ১৯৮৭ সালে একটি নিজস্ব জেলা হিসেবে গড়ে ওঠে।[2] জাফরাবাদ জেলা ৩টি তহসিলে নিয়ে গঠিত হয়েছে। ১৫তম শতাব্দীর শেষের দিকে জাফরাবাদ লশারীরসের অন্তর্গত ছিল। এই জেলার প্রধান উপজাতিগুলি হল: জামালি, খোসো, রিন্দ, মারি, বুগতি, বুলেডি, ম্যাগসী, মংগল। এছাড়াও অন্যান্য সম্প্রদায়গুলির মধ্যে রয়েছে: গোলা, উমরানী, লশারী, দোমকি, কানরানী, গজনি, সিয়াপদ ব্রহী এবং অল্প সংখ্যক সুমেরো, ভানগার এবং আব্রো উপজাতি।
জাফরাবাদ জেলা Jafarabad District | |
---|---|
জেলা | |
![]() জাফরাবাদ জেলাকে মানচিত্রের লাল রঙ দ্বারা চিহ্নিত করা হয়েছে | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | বেলুচিস্তান |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৭ |
রাজধানী | দেরা আল্লাহ ইয়ার/উৎস মোহাম্মাদ |
আয়তন | |
• মোট | ২৪৪৫ কিমি২ (৯৪৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[1] | |
• মোট | ৫,১৩,৮১৩ |
• জনঘনত্ব | ২১০/কিমি২ (৫৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
ওয়েবসাইট | Official site |
প্রশাসন
জাফরাবাদ জেলাটি প্রশাসনিকভাবে নিম্নোক্ত ৩টি তহসিলে বিভক্ত হয়ে গঠিত হয়েছে। নিম্নে নাম দেওয়া হল:[3]
- গানদাখা
- ঝাট প্যাট - (দেরা আল্লাহ ইয়ার)
- উস্তা মোহাম্মাদ
তথ্যসূত্র
- "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF)। www.pbscensus.gov.pk। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৯।
- PCO 2000, পৃ. 1।
- "Tehsils & Unions in the District of Jaffarabad – Government of Pakistan"। ২৬ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৯।
গ্রন্থপঞ্জি
- 1998 District Census report of Jaffarabad। Census publication। 80। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে জাফরাবাদ জেলা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |