মুসাখেল জেলা (পাকিস্তান)
মুসাখেল (পশতু: ضلع موسی خیل) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত একটি জেলা। ১৯৯২ সালে এটি একটি পৃথক জেলা মর্যাদা লাভ করে, এর পূর্বে এটি লরালাই জেলার একটি তহসিল ছিল।
মুসাখেল জেলা Musakhel موسىٰ خيل | |
---|---|
বেলুচিস্তানের জেলা | |
![]() বেলুচিস্তান প্রদেশের মুসাখেল জেলার মানচিত্র তুলে ধরা হয়েছে | |
দেশ | ![]() |
অঞ্চল | বেলুচিস্তান |
জেলা | মুসাখেল জেলা |
ইউনিয়ন পরিষদ | ১৭ |
মৌজা | ৭১ |
সরকার | |
আয়তন | |
• মোট | ৫৭২৮ কিমি২ (২২১২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[1] | |
• মোট | ১,৬৭,০১৭ |
• জনঘনত্ব | ২৯/কিমি২ (৭৬/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
এলাকা কোড | পোস্ট কোড : ৮৪৭০০ |
ভৌগলিক অবস্থান
ভৌগলিক অবস্থান অনুযায়ী জেলাটি বেলুচিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত এবং পাঞ্জাবের খাইবার পাখতুনখোয়া ও দেরা গাজী খান সীমানা ঘিরে রেখেছে। জেলাটি ৫৭২৮ বর্গ কিমি এলাকা জুড়ে গঠিত হয়েছে।[2] মুসা খেলা হচ্ছে জেলাটির প্র্রধান সদর দপ্তর বা রাজধানী।
প্রশাসনিক বিভাগ
মুসাখেল জেলা ৪টি তহসিল নিয়ে গঠিত হয়েছে:
- দারুগ
- কিংগরি
- মুসাখেল
- তইসার
তথ্যসূত্র
- "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- PCO 1998, পৃ. 1।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে মুসাখেল জেলা (পাকিস্তান) সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.