কালাত জেলা (বেলুচিস্তান)
কালাত জেলা অথবা কালাট নামেও ডাকা হয়ে থাকে (উর্দু: قلات; বেলুচি: قلات) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা। এটি ২৬টি প্রদেশের মধ্যে একটি এবং ৬,৬২১ কিমি২ (২,৫৫৬ মা২) (২৫৫৬ বর্গ মাইল) এলাকা জুড়ে গঠিত হয়েছে। ২০০৫ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটিতে জনসংখ্যার ছিল প্রায় ৪০০,০০০ জনেরও বেশি সংখ্যক। জেলাটি কালাত শহর থেকে পরিচালিত হয়ে থাকে।
কালাত জেলা Kalat District | |
---|---|
জেলা | |
![]() কালাত জেলাকে মানচিত্রে লাল রং দ্বারা বোঝান হয়েছে | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | বেলুচিস্তান |
প্রতিষ্ঠাকাল | মার্চ ১৯৫৪ |
রাজধানী | কালাত |
আয়তন | |
• মোট | ৬৬২১ কিমি২ (২৫৫৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[1] | |
• মোট | ৪,১২,২৩২ |
• জনঘনত্ব | ৬২/কিমি২ (১৬০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ২ |
ওয়েবসাইট | http://www.bdd.sdnpk.org/Kalat.html |
প্রশাসন কর্মকান্ড
জেলাটি প্রশাসনিকভাবে নিম্নোক্ত ২টি তহসিলে বিভক্ত হয়ে গঠিত হয়েছে:[2]
- কালাত
- ম্যাঙ্গোচর
তথ্যসূত্র
- "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "Tehsils & Unions in the District of Kalat"। ২০১২-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে কালাত জেলা (বেলুচিস্তান) সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.