এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমস

এশীয় গৃহমধ্যস্থ ও মার্শাল আর্ট খেলা বা এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমস হল এশিয়ার একটি বহু ক্রীড়া প্রতিযোগিতা, যা প্রতি চার বছর পর পর এশিয়ার ক্রীড়াবিদদের জন্য এশিয়া অলিম্পিক কাউন্সিল কর্তৃক আয়োজিত হয়। এশিয়ান ইনডোর গেমসএশিয়ান মার্শাল আর্টস গেমসকে একত্রীকরণের দ্বারা এ গেমসের উৎপত্তি হয়েছে। এশিয়ান গেমসের পর এ ক্রীড়া আসর হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বহু ক্রীড়া উৎসব।

এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমস
সংক্ষেপেAIMAG
প্রথম আসর২০১৩ এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমস, ইনছন, দক্ষিণ কোরিয়া
আবর্তনচার বছর
সর্বশেষ আসর২০১৭ এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমস, আশখাবাদ, তুর্কমেনিস্তান

গেমসের ইতিহাসে দুটি জাতি রাষ্ট্র এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমসের স্বাগতিক হতে পেরেছে এবং এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ৬২টি জাতি এ গেমসে অংশগ্রহণ করেছে।

এ গেমসের প্রথম আসর ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার ইনছনে অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ আসর ২০১৭ সালে সেপ্টেম্বরে তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী জাতি

এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটি এবং ওসেনিয়া অলিম্পিক সমূহের ১৮টি জাতীয় অলিম্পিক কমিটি এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমসে অংশগ্রহণ করেছে।

এশিয়া

  •  আফগানিস্তান
  •  বাহরাইন
  •  বাংলাদেশ
  •  ভূটান
  •  ব্রুনাই
  •  কম্বোডিয়া
  •  চীন
  •  হংকং
  •  ভারত
  •  ইন্দোনেশিয়া
  •  ইরান
  •  ইরাক
  •  জাপান
  •  জর্দান
  •  কাজাখস্তান
  •  উত্তর কোরিয়া
  •  দক্ষিণ কোরিয়া
  •  কুয়েত
  •  কির্গিজস্তান
  •  লাওস
  •  লেবানন
  •  মাকাও
  •  মালয়েশিয়া
  •  মালদ্বীপ
  •  মঙ্গোলিয়া
  •  মিয়ানমার
  •  নেপাল
  •  ওমান
  •  পাকিস্তান
  •  ফিলিস্তিন
  •  ফিলিপাইন
  •  কাতার
  •  সৌদি আরব
  •  সিঙ্গাপুর
  •  শ্রীলঙ্কা
  •  সিরিয়া
  •  চীনা তাইপেই
  •  তাজিকিস্তান
  •  থাইল্যান্ড
  •  পূর্ব তিমুর
  •  তুর্কমেনিস্তান
  •  সংযুক্ত আরব আমিরাত
  •  উজবেকিস্তান
  •  ভিয়েতনাম
  •  ইয়েমেন

ওসেনিয়া

  •  আমেরিকান সামোয়া
  •  অস্ট্রেলিয়া
  •  কুক দ্বীপপুঞ্জ
  •  ফিজি
  •  তাহিতি
  •  গুয়াম
  •  কিরিবাস
  •  মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য
  •  মার্শাল দ্বীপপুঞ্জ
  •  নাউরু
  •  নিউ ক্যালিডোনিয়া
  •  পালাউ
  •  পাপুয়া নিউগিনি
  •  সামোয়া
  •  সলোমন দ্বীপপুঞ্জ
  •  টোঙ্গা
  •  টুভালু
  •  ভানুয়াটু

অন্যান্য

  •  স্বাধীন অলিম্পিক ক্রীড়াবিদ
  •  শরনার্থী দল

খেলা

এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমসের স্বাগতিক শহরসমূহের অবস্থান
সংস্করণ বছর স্বাগতিক শহর স্বাগতিক জাতি উদ্বোধনকারী শুরুর তারিখ শেষের তারিখ জাতিসমূহ প্রতিযোগী ক্রীড়া ইভেন্ট শীর্ষ অবস্থানকারী সূত্র
এশিয়ান ইনডোর গেমস
১ম ২০০৫ ব্যাংকক  থাইল্যান্ড ক্রাউন প্রিন্স ভাজিরলংকর্ণ ১২ নভেম্বর ১৯ নভেম্বর ৪৫ ২,৩৪৩ ১২০  চীন (CHN) [1]
২য় ২০০৭ ম্যাকাও  ম্যাকাও প্রধান নির্বাহী এডমুড হো ২৬ অক্টোবর ৩ নভেম্বর ৪৪ ২,৪৭৬ ১৭ ১৭১  চীন (CHN) [2]
৩য় ২০০৯ হ্যানয়  ভিয়েতনাম রাষ্ট্রপতি নুয়েন মিন ট্রায়েট ৩০ অক্টোবর ৮ নভেম্বর ৪৩ ২,৩৯৬ ১৫ ২৪২  চীন (CHN) [3]
এশিয়ান মার্শাল আর্টস গেমস
১ম ২০০৯ ব্যাংকক  থাইল্যান্ড ক্রাউন প্রিন্স ভাজিরলংকর্ণ ১ আগস্ট ৯ আগস্ট ৪০ ৮১০ ১০৯  থাইল্যান্ড (THA) [4]
এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমস
৪র্থ ২০১৩ ইনছন  দক্ষিণ কোরিয়া প্রধানমন্ত্রী চুং হং উন ২৯ জুন ৬ জুলাই ৪৩ ১,৬৫২ ১২ ১০০  চীন (CHN) [5]
৫ম ২০১৭ আশখাবাদ  তুর্কমেনিস্তান রাষ্ট্রপতি গুরবাংগুলি বার্ডিমুহামেদভ ১৭ সেপ্টেম্বর ২৭ সেপ্টেম্বর ৬৩ ৪,০১২ ২১ ৩৪১  তুর্কমেনিস্তান (TKM) [6]

ক্রীড়া

ক্রীড়াবছর
৩×৩ বাস্কেটবল২০০৯, ২০১৭
অ্যারোবিক জিমন্যাস্টিকস২০০৫–২০০৯
বেল্ট রেসলিং২০১৭
বোর্ড গেমস২০০৭ থেকে
বোলিং২০০৭ থেকে
মুষ্টিযুদ্ধ২০০৯ শুধু
কিউ স্পোর্টস২০০৭ থেকে
সাইক্লিং২০০৫–২০০৭, ২০১৭
Dancesportসকল
ড্রাগন অ্যান্ড লায়ন ডেন্স২০০৭–২০০৯
ই-স্পোর্টস২০০৭–২০১৩
অশ্বচালনা২০১৭ শুধু
Extreme sports২০০৫–২০০৭
Finswimming২০০৭–২০০৯
ফুটসালসকল
ইনডোর আর্চারি২০০৯ শুধু
ইনডোর অ্যাথলেটিকস২০০৫–২০০৯, ২০১৭
ইনডোর হকি২০০৭ শুধু
জুডো২০০৯ (মার্শাল) শুধু
জুজিৎসু২০০৯ (মার্শাল), ২০১৭
ক্রীড়াবছর
ইনডোর কাবাডি২০০৯–২০১৩
কাবাডি২০০৭ শুধু
কারাতে২০০৯ (মার্শাল) শুধু
কিকবক্সিং২০০৯ (মার্শাল), ২০০৯ থেকে
কুরাশ২০০৯ (মার্শাল), ২০০৯ থেকে
Muaythaiসকল, ২০০৯ (মার্শাল)
পেনসাক সিলাত২০০৯ (মার্শাল), ২০০৯ শুধু
Pétanque২০০৯ শুধু
পাওয়ারলিফটিং২০১৭ শুধু
সাম্বো২০১৭ শুধু
সেপাক টােকরো২০০৫–২০০৯
Short course swimmingসকল
Shuttlecock২০০৯ শুধু
Sport climbing২০০৫–২০০৭
তায়কোয়ান্দো২০০৯ (মার্শাল), ২০১৭ শুধু
টেনিস২০১৭ শুধু
Vovinam২০০৯ শুধু
কুস্তি২০১৭ শুধু
উশু২০০৯ (মার্শাল), ২০০৯ শুধু

পদক তালিকা

ক্রমজাতিস্বর্ণরোপ্যব্রোঞ্জমোট
 চীন (CHN)২০৪১১৯৯৬৪১৯
 থাইল্যান্ড (THA)১০৮১০৬১৪৫৩৫৯
 কাজাখস্তান (KAZ)১০৩৯২১১০৩০৫
 তুর্কমেনিস্তান (TKM)৯২৭৫৮৯২৫৬
 দক্ষিণ কোরিয়া (KOR)৭৭৭৯৭৬২৩২
 ভিয়েতনাম (VIE)৭২৬২৮৬২২০
 ইরান (IRI)৬৩৫৩৮৫২০১
 হংকং (HKG)৪৬৪৪৬০১৫০
 উজবেকিস্তান (UZB)৪৪৬০১১০২১৪
১০ ভারত (IND)৩৪৪০৮৫১৫৯
১১ জাপান (JPN)৩৩২৯৪৭১০৯
১২ চীনা তাইপেই (TPE)২৮২৯৫৯১১৬
১৩ ইন্দোনেশিয়া (INA)১৭১৭৪৩৭৭
১৪ কির্গিজস্তান (KGZ)১৪২৩৪২৭৯
১৫ কাতার (QAT)১২১২১১৩৫
১৬ সৌদি আরব (KSA)১০২৩
১৭ সংযুক্ত আরব আমিরাত (UAE)১০১৪২৯
১৮ ফিলিপাইন (PHI)২৬৩৫৬৯
১৯ মাকাও (MAC)১৪১৬৩৮
২০ মঙ্গোলিয়া (MGL)১৭২৯৫৩
২১ ইরাক (IRQ)১১২২৪০
২২ মালয়েশিয়া (MAS)১৩১৯৩৮
২৩ জর্দান (JOR)১১৩২৪৮
২৪ পাকিস্তান (PAK)২১৩৩
২৫ লাওস (LAO)১৮৩০৫২
২৬ তাজিকিস্তান (TJK)১৭৩৫৫৬
২৭ সিঙ্গাপুর (SGP)১৭১৯৪০
২৮ বাহরাইন (BRN)১৩
২৯ আফগানিস্তান (AFG)২৩৩১
৩০ সিরিয়া (SYR)১২১৮
৩১ স্বাধীন অলিম্পিক ক্রীড়াবিদ (AOI)১১
৩২ কুয়েত (KUW)১৪২৪
৩৩ শ্রীলঙ্কা (SRI)১১
৩৪ কম্বোডিয়া (CAM)১২
৩৫ লেবানন (LBN)১১১৩
৩৬ ফিজি (FIJ)
৩৭ মিয়ানমার (MYA)
৩৮ মার্শাল দ্বীপপুঞ্জ (MHL)
৩৯ অস্ট্রেলিয়া (AUS)
 উত্তর কোরিয়া (PRK)
 বাংলাদেশ (BAN)
৪২ ওমান (OMA)
 নেপাল (NEP)
 ফিলিস্তিন (PLE)
 ভূটান (BHU)
 সামোয়া (SAM)
মোট (৪৬টি জাতি)১০৪২১০৪৫১৫১৭৩৬০৪

তথ্যসূত্র

  1. "1st AIG Bangkok 2005"। OCA। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০০৫
  2. "2nd AIG Macau 2007"। OCA। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০০৭
  3. "3rd AIG Hanoi 2009"। OCA। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০০৯
  4. "1st AMAG Bangkok 2009"। OCA। ১৩ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০০৯
  5. "4th AIMAG Incheon 2013"। OCA। ৮ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৩
  6. "5th AIMAG Ashgabat 2017"। OCA। ২৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.