যুব এশিয়ান গেমস

যুব এশীয় খেলা বা যুব এশিয়ান গেমস (ইংরেজিতে এশিয়ান ইয়ুথ গেমস, ইংরেজি সংক্ষেপ এওয়াইজি বা AYG) হল একটি বহু-ক্রীড়া অনুষ্ঠান যাতে এশিয়ার যুব ক্রীড়াবিদরা প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। এ খেলা এশিয়া অলিম্পিক কাউন্সিল চার বছর পর পর আয়োজন করে। এটি এশিয়ান গেমসের পর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া আসর।

Asian Youth Games
সংক্ষেপেAYG
প্রথম আসর2009 Asian Youth Games in Singapore
আবর্তন4 years
সর্বশেষ আসর2013 Asian Youth Games in Nanjing, China

এশীয় যুব খেলার ইতিহাসে তিনটি দেশ এর আয়োজন করেছে, যাতে ৪৫টি দেশ অংশগ্রহণ করেছে। প্রথম খেলা সিঙ্গাপুরে আয়োজিত হয়েছিল। সর্বশেষ খেলা ২০১৩ সালে চীনের নানজিংয়ে আয়োজিত হয় এবং আগামী খেলা ইন্দোনেশিয়াতে ২০২১ সালে অনুষ্ঠিত হবে।

আসরের তালিকা

এশীয় যুব খেলার স্বাগিতক শহরের অবস্থান
সংস্করণ বছর স্বাগতিক শহর স্বাগতিক জাতী উদ্বোধনকারী শুরুর তারিখ শেষের তারিখ জাতী প্রতিযোগী ক্রীড়া ইভেন্ট সর্বাধিক পদকধারী সূত্র
I ২০০৯ সিঙ্গাপুর  সিঙ্গাপুর প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ২৯ জুন ৭ জুলাই ৪৩ ১,২৩৭ ৯০  চীন (CHN) [1]
II ২০১৩ নানজিং  চীন ভাইস প্রিমিয়ার লিউ ইয়ানডং ১৬ আগস্ট ২৪ আগস্ট ৪৫ ২,৪০৪ ১৬ ১২২  চীন (CHN) [2]
২০১৭ Originally awarded to Hambantota, then awarded to Jakarta, cancelled by Olympic Council of Asia (OCA)
III ২০২১ সুরাবায়া  ইন্দোনেশিয়া ভবিষ্যৎ আসর
IV ২০২৫ জার্কাতা-পালেম্বং ২০১৮ নির্বাচন ভবিষ্যৎ আসর

ক্রীড়া

এশীয় যুব খেলায় অফিসিয়ালিভাবে এ পর্যন্ত ১৯টি ক্রীড়ায় প্রতিযোগিতা হয়েছে।

ক্রীড়াবছর
৩×৩ বাস্কেটবলসকল
অ্যাথলেটিকসসকল
ব্যাডমিন্টন২০১৩ থেকে
বীচ ভলিবলশুধুমাত্র ২০০৯
বোলিংশুধুমাত্র ২০০৯
ডাইভিংসকল
অসিচালনা২০১৩ থেকে
ফুটবলসকল
গলফ২০১৩ থেকে
হ্যান্ডবল২০১৩ থেকে
ক্রীড়াবছর
জুডো২০১৩ থেকে
রাগবি সেভেনস২০১৩ থেকে
সেইলিংশুধুমাত্র ২০০৯
শ্যুটিংসকল
স্কোয়াশ২০১৩ থেকে
সাঁতারসকল
টেবিল টেনিসসকল
তায়কোয়ান্দো২০১৩ থেকে
টেনিস২০১৩ থেকে
ভারোত্তোলন২০১৩ থেকে

পদক অর্জন

ক্রমজাতিস্বর্ণরোপ্যব্রোঞ্জমোট
 চীন (CHN)৭১৩৯৩৫১৪৫
 দক্ষিণ কোরিয়া (KOR)৪৫৩০৩১১০৬
 থাইল্যান্ড (THA)১৭২২১৮৫৭
 সিঙ্গাপুর (SIN)১৪১৮২১৫৩
 জাপান (JPN)১২১১১০৩৩
 ভারত (IND)১০২৫
 চীনা তাইপেই (TPE)১৩২০৪০
 হংকং (HKG)১৩১৮৩৮
 কাজাখস্তান (KAZ)১০১২২৭
১০ উত্তর কোরিয়া (PRK)২০
১১ ভিয়েতনাম (VIE)১৩
১২ মালয়েশিয়া (MAS)১৮
১৩ কুয়েত (KUW)১২
১৪ ফিলিপাইন (PHI)
১৫ ইরান (IRI)১৪
১৬ কাতার (QAT)
১৭ উজবেকিস্তান (UZB)১১
১৮ ইন্দোনেশিয়া (INA)
১৯ সৌদি আরব (KSA)
২০ ইয়েমেন (YEM)
২১ সিরিয়া (SYR)
২২ শ্রীলঙ্কা (SRI)
২৩ ইরাক (IRQ)
 তাজিকিস্তান (TJK)
 মাকাও (MAC)
২৬ জর্দান (JOR)
 মঙ্গোলিয়া (MGL)
২৮ বাহরাইন (BRN)
২৯ কির্গিজস্তান (KGZ)
 পাকিস্তান (PAK)
 মিয়ানমার (MYA)
মোট (৩১টি জাতি)২১৩২১১২৩৯৬৬৩

তথ্যসূত্র

  1. "1st AYG Singapore 2009"। OCA। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০০৯
  2. "2nd AYG Nanjing 2013"। OCA। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৩

টেমপ্লেট:Junior athletics

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.