এএইচ৪১
এএইচ৪১ হল দক্ষিণ এশিয়ার একটি মহাসড়ক। এই মহাসড়কটি সম্পূর্ণ ভাবে বাংলাদেশে অবস্থিত। মহাসড়কটি চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু হয়ে খুলনা বিভাগ-এর মংলা পর্যন্ত গেছে।[1][2] এই মহাসড়কটি মোট ৯৪৮ কিলোমিটার (৫৮৯ মা) দীর্ঘ। এই মহাসড়ক বাংলাদেশের দুটি ব্যস্ততম সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মংলাকে যুক্ত করেছে।
এই মহাসড়কটি এএইচ১ ও এএইচ২ মহাসড়কের সঙ্গে অনেক স্থানে একই পথ ব্যবহার করেছে।
পথনির্দেশ
যমুনা সেতুর সংযোগ সড়ক,বাংলাদেশ
তথ্যসূত্র
- "Regional Road Connectivity Bangladesh Perspective" (PDF) (ইংরেজি ভাষায়)। RHD। ১৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৭।
- "Asian Highway Route Map" (PDF) (ইংরেজি ভাষায়)। ESCAP। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.