এএইচ৪১

এএইচ৪১ হল দক্ষিণ এশিয়ার একটি মহাসড়ক। এই মহাসড়কটি সম্পূর্ণ ভাবে বাংলাদেশে অবস্থিত। মহাসড়কটি চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু হয়ে খুলনা বিভাগ-এর মংলা পর্যন্ত গেছে।[1][2] এই মহাসড়কটি মোট ৯৪৮ কিলোমিটার (৫৮৯ মা) দীর্ঘ। এই মহাসড়ক বাংলাদেশের দুটি ব্যস্ততম সমুদ্র বন্দর চট্টগ্রামমংলাকে যুক্ত করেছে।

এই মহাসড়কটি এএইচ১এএইচ২ মহাসড়কের সঙ্গে অনেক স্থানে একই পথ ব্যবহার করেছে।

পথনির্দেশ

যমুনা সেতুর সংযোগ সড়ক,বাংলাদেশ
  •  এন১: টেকনাফ — কক্সবাজার — চট্টোগ্রাম — ফেনী — কুমিল্লা — ঢাকা
  •  এন৩: ঢাকা — জয়দেবপুর
  •  এন৪: জয়দেবপুর — টাঙ্গাইল — এলেনগা
  • এন৪০৫ এন৪০৫: এলেনগা — হাটিকুমরুল
  • এন৪০৭ এন৪০৭: হাটিকুমরুল — বোনপাড়া
  •  এন৬: বোনপাড়া — দাসুরিয়া
  • এন৭০৪ এন৭০৪: দাসুরিয়া — কুষ্টিয়া — ঝিনাইদহ
  •  এন৭: ঝিনাইদহ — যশোরখুলনা — মাংলা

তথ্যসূত্র

  1. "Regional Road Connectivity Bangladesh Perspective" (PDF) (ইংরেজি ভাষায়)। RHD। ১৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৭
  2. "Asian Highway Route Map" (PDF) (ইংরেজি ভাষায়)। ESCAP। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.