এএইচ৪৮
এএইচ ৪৮ বা এশিয়ান হাইওয়ে ৪৮ হল এশিয়া মহাসড়ক ব্যবস্থার অংশ। এটি ভুটান এর ফুন্টশোলিং থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেরে মধ্য দিয়ে গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে চাংড়াবান্ধায় শেষ হয়েছে। এর মোট দৈর্ঘ্য ৯০.৫৮ কিলোমিটার। মহাসড়কটি পশ্চিমবঙ্গে এএইচ ২ কে অতিক্রম করেছে। এ মহাসড়কটি সার্কভুক্ত দেশসমূহের মধ্যে ব্যবসা বাণিজ্য ও পর্যটন বৃদ্ধি করবে।[1]
এএইচ48 এশিয়ান হাইওয়ে ৪৮ | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য: | ৫৬.২৮ মাইল (৯০.৫৮ কিমি) | |||
বিদ্যমান: | ২০১৫ – বর্তমান | |||
প্রধান সংযোগস্থল | ||||
উত্তর প্রান্ত: | ফুন্টশোলিং | |||
দক্ষিণ প্রান্ত: | চাংরাবান্ধা | |||
অবস্থান | ||||
দেশ: | ভারত, ভুটান, বাংলাদেশ | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক
|
পথনির্দেশ
এএইচ ৪৮ ভাটান থেকে - ফুন্টশোলিং-জগাংয়-মাদারিহাট-বিরপারা-ধগপগুরি-ময়নাগুরি-চাংরাবান্ধা।[2]
অর্থ যোগান
এএইচ ৪৮ মহাসড়ক গঠনের প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক ৫০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা বলেছে।[3]
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.