এ.আই. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: এআই ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত একটি বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র। এর সহকারী প্রযোজক, রচয়িতা এবং পরিচালক স্টিফেন স্পিলবার্গ। এটি ছিল শেষ চলচ্চিত্র প্রকল্প যাতে চলচ্চিত্র নির্মাতা স্ট্যানলি কুবরেক কাজ করেছেন। এই চলচ্চিত্রের অভিনয় শুরু হবার আগেই কুবরেক মারা যান। স্পিলবার্গ তাই একে কুবরেকের স্মরণে উৎসর্গ করেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: এআই
চলচ্চিত্রের নাট্যধর্মী পোস্টার
পরিচালকস্টিফেন স্পিলবার্গ
প্রযোজকস্টিফেন স্পিলবার্গ
ক্যাথলিন কেনেডি
বনি কুর্টিস
জ্যান হারলান
স্ট্যানলি কুবরিক (মরণোত্তর কৃতিত্ব)
ওয়াল্টার এফ পার্কস
রচয়িতাচিত্রনাট্য:
স্টিফেন স্পিলবার্গ
চিত্রনাট্য গল্প:
আয়ান ওয়াটসন
ছোটগল্প:
ব্রায়ান অ্যালডিস
শ্রেষ্ঠাংশেহ্যালি জোয়েল ওসমেন্ট
জাড ল
সুরকারজন উইলিয়াম্‌স
চিত্রগ্রাহকজানুস্‌জ্‌ কামিন্‌স্কি
সম্পাদকমাইকেল কান
প্রযোজনা
কোম্পানি
= ওয়ার্নার ব্রাদার্স
ড্রিমওয়ার্কস এসকেজি
অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট
স্ট্যানলি কুবরিক প্রোডাকশন্‌স
পরিবেশকবিশ্বব্যাপী নাট্যধর্মী প্রচার এবং মার্কিন বহির্ভূত ডিভিডি/ভিডিও
ওয়ার্নার ব্রাদার্স পিকচার্‌স
মার্কিন ডিভিডি/ভিডিও
ড্রিমওয়ার্কস এসকেজি
মুক্তিপ্রিমিয়ার নিউ ইয়র্ক সিটি:
জুন ২৬, ২০০১
প্রিমিয়ার লস অ্যাঞ্জেল্‌স:
জুন ২৮, ২০০১
নাট্যধর্মী যুক্তরাষ্ট্র
জুন ২৯, ২০০১
দৈর্ঘ্য১৪৬ মিনিট[1]
দেশ যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১০০,০০০,০০০[2]
আয়নিজ দেশে
$৭৮,৬১৬,৬৮৯
বহির্বিশ্বে
$১৫৭,৩০৯,৮৬৩
ববশ্বব্যাপী
$২৩৫,৯২৬,৫৫২[2]

চলচ্চিত্রটি মোট পাঁচটি স্যাটার্ন পুরস্কার অর্জন করেছে যার মধ্যে সেরা বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র পুরস্কারটিও রয়েছে। এছাড়া এটি দুইটি ক্ষেত্রে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। ক্ষেত্র দুটি হল সেরা ভিজুয়াল ইফেক্ট এবং সেরা মূল সঙ্গীত স্কোর।

নির্মাণ

কাহিনী

চরিত্রায়নে

  • হেইলি জোল অজমেন্ট - ডেভিড, একটি মেকা বালক তথা অ্যানব্রয়েড।
  • জাড ল - গিগোলো জো, ডেভিডের সঙ্গী এবং একজন মেকা।
  • অ্যাশলি স্কট - গিগোলো জেইন, আরেকটি মেকা।
  • ফ্রান্সিস ও'কনর - মনিকা সুইন্টন, ডেভিডের মা (প্রকৃত নয়, পালক)
  • ব্রেন্ডন গ্লেসন - লর্ড জনসন-জনসন
  • স্যাম রোবার্ডস - হেনরি সুইন্টন, ডেভিডের পালক বাবা।
  • উইলিয়াম হার্ট - অধ্যাপক অ্যালেন হবি, ডেভিডের স্রষ্টা।
  • জেইক টমাস - মার্টিন সুইন্টন, সুইন্টন দম্পতির প্রকৃত ছেলে।
  • এনরিকো কলান্টনি - খুনী
  • রবিন উইলিয়াম্‌স - ডঃ নো-এর কণ্ঠ
  • ক্রিস রক - কমেডি অভিনেতারূপী মেকার কণ্ঠ
  • মেরিল স্ট্রিপ - ব্লু ফেয়ারির কণ্ঠ
  • বেন কিংসলি - বর্ণনাকারী এবং ভবিষ্যৎ মেকাদের কণ্ঠ
  • জ্যাক অ্যাঞ্জেল - ডেভিডের টেডি বেয়ারের কণ্ঠ

আরও দেখুন

  • সিমুলেশনকৃত বাস্তবতা
  • আনক্যানি উপত্যকা

তথ্যসূত্র

  1. "A.I. (12)"British Board of Film Classification। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০১৪
  2. "A.I. Artificial Intelligence (2001)"Box Office MojoInternet Movie Database। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.