উন্নয়নশীল ৮টি দেশ

উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ (D-8 or Developing Eight) নামে পরিচিত। এই সংস্থাটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এই ৮ টি দেশ নিয়ে ডি-৮ সংস্থা গঠিত।[1][2]

'ডি-৮'এর লোগো
ডি৮ সদস্য

ইতিহাস

উন্নয়নশীল ৮ বা ডি-৮ তুরস্কর প্রধানমন্ত্রী নাজমদ্দিন ( তুর্কিতে যাকে নেচমেত্তিন এরবাকান বলা হয় ) প্রতিষ্ঠা করেন । ডি-৮ ১৯৯৭ সালে জুনের ১৫ তারিখে ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে।

উদ্দেশ্য

ডি-৮ এর উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশ গুলোর উন্নতি সাধন করা ও বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করা, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধ করা , আর আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে সকলের অংশ গ্রহণ বৃদ্ধি করা ও মানসম্মত জীবন যাপন নিশ্চিত করা । ডি-৮ এর সহযোগিতার প্রধান খাত গুলোর মধ্যে রয়েছে , আর্থিক , ব্যাংকিং , গ্রাম্য উন্নয়ন , বিজ্ঞান ও প্রযুক্তি , মানব কল্যাণ ও মানবাধিকার, কৃষি, জালানি, পরিবেশ, এবং স্বাস্থ ইত্যাদি ।[3]

ক্রমিক নংতারিখআয়োজক দেশআয়োজক দেশের নেতাভেন্যু শহর
জুন ১৫, ১৯৯৭ তুরস্কসুলেমান দেমিরেলইস্তাম্বুল
মার্চ ১-২ , ১৯৯৯ বাংলাদেশশেখ হাসিনাঢাকা
ফেব্রুয়ারী ২৫,২০০১ মিশরমোহাম্মদ মুরসিকায়রো
ফেব্রুয়ারী ১৮,২০০৪ ইরানমোহাম্মদ খাতামিতেহরান
মে ১৩, ২০০৬ ইন্দোনেশিয়াসুসিলো বাম্বাং ইয়ুধোয়ুনুবালি
জুলাই ৮,২০০৮ মালয়েশিয়াআব্দুল্লাহ আহমদ বাদাবীকুয়ালালামপুর
জুলাই ৮, ২০১০ নাইজেরিয়াগুড লাক জনাথনআবুজা
২০১২ পাকিস্তানআসিফ আলি জারদারিইসলামাবাদ
২০১৭ তুরস্করিসেপ তায়িপ এরদোয়ানইস্তানবুল

তথ্যসূত্র

  1. "D8 ministerial summit opens today"Tehran Times। সংগ্রহের তারিখ ২০১০-০৩-০১
  2. "Iran pledges €50m to D8 fund"। tehran times। সংগ্রহের তারিখ ২০১০-০৩-০১
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.