ইনায়েতউল্লাহ খান
ইনায়েতউল্লাহ খান সেরাজ (২০ অক্টোবর ১৮৮৮ – ১২ আগস্ট ১৯৪৬) ছিলেন আফগানিস্তানের বাদশাহ। ১৯২৯ খ্রিষ্টাব্দের ১৪ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। হাবিবউল্লাহ খান ছিলেন তার পিতা।
ইনায়েতউল্লাহ খান | |
---|---|
আফগানিস্তানের বাদশাহ[1] | |
![]() ইনায়েতউল্লাহ খানের পোর্ট্রেট | |
রাজত্বকাল | ১৪ জানুয়ারি ১৯২৯ – ১৭ জানুয়ারি ১৯২৯ |
রাজ্যাভিষেক | নেই |
জন্ম | ২০ অক্টোবর ১৮৮৮ |
জন্মস্থান | কাবুল, আফগানিস্তান আমিরাত |
মৃত্যু | ১২ আগস্ট ১৯৪৬ (৫৭ বছর) |
মৃত্যুস্থান | তেহরান, ইরান |
পূর্বসূরি | আমানউল্লাহ খান |
উত্তরসূরি | হাবিবউল্লাহ কালাকানি |
রাণী | খাইরিয়া |
রাজবংশ | বারাকজাই |
পিতা | হাবিবউল্লাহ খান |
মাতা | জামাল বেগম |
ধর্মবিশ্বাস | ইসলাম (সুন্নি) |
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||
আফগানিস্তানের ইতিহাস | ||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Timeline | ||||||||||||||||||||||||||||||||||||||
Ancient
|
||||||||||||||||||||||||||||||||||||||
Medieval
|
||||||||||||||||||||||||||||||||||||||
Modern
|
||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||
১৯২৯ খ্রিষ্টাব্দের ১৪ জানুয়ারি মধ্য রাতে আমানউল্লাহ খান তার ভাই ইনায়েতউল্লাহ খানের হাতে ক্ষমতা অর্পণ করেন। আমানউল্লাহ খান কান্দাহারের পথে কাবুল ত্যাগ করতে চেয়েছিলেন। হাবিবউল্লাহ কালাকানি ও তার অনুসারীরা তার পিছু ধাওয়া করে। তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
আমানউল্লাহ খানের প্রস্থানের পর হাবিবউল্লাহ কালাকানি বাদশাহ ইনায়েতউল্লাহ খানকে আত্মসমর্পণ বা যুদ্ধ যেকোনো একটা বেছে নেয়ার জন্য চিঠি লেখেন। ইনায়েতউল্লাহ খান উত্তর দেন যে তিনি কখনো বাদশাহ হতে চাননি। তিনি সিংহাসন ত্যাগে রাজি হন। এরপর হাবিবউল্লাহ কালাকানি এর বাদশাহ হন।[2] ইনায়েতউল্লাহ খান এরপর বিমানযোগে কাবুল ত্যাগ করেন।[3] বাকি জীবন তিনি নির্বাসনে কাটিয়েছিলেন।
তথ্যসূত্র
- Royal Ark
- Embassy of Afghanistan in Tokyo
- "RAF 'Heroes of Kabul': 80th Anniversary. Royal Air Force official website"। ৫ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ইনায়েতউল্লাহ খান সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
ইনায়েতউল্লাহ খান বারাকজাই রাজবংশ জন্ম: ২০ অক্টোবর ১৮৮৮ মৃত্যু: ১২ আগস্ট ১৯৪৬ | ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী আমানউল্লাহ খান |
আফগানিস্তানের বাদশাহ ১৯২৯ |
উত্তরসূরী হাবিবউল্লাহ কালাকানি |
টেমপ্লেট:Afghanistan-bio-stub