আরামবাগ লোকসভা কেন্দ্র
আরামবাগ লোকসভা কেন্দ্র হল ভারতের ৫৪৩টি সংসদীয় কেন্দ্রের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের হুগলী-আরামবাগকে কেন্দ্র করে এই নির্বাচনী কেন্দ্রটি গঠিত। ২৯ নং আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছয়টি বিধানসভা কেন্দ্র হুগলী জেলায় অবস্থিত এবং একটি বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। এই কেন্দ্রটি পূর্বে উন্মুক্ত ছিল কিন্তু ২০০৯ সালে তপসিলি জাতির জন্য সংরক্ষিত হয়।
অস্তিত্ব | ১৯৬৭-বর্তমান |
---|---|
সংরক্ষণ | এসসির জন্য সংরক্ষিত |
বর্তমান সাংসদ | অপরূপা পোদ্দার (আফরিন আলী) |
রাজনৈতিক দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
নির্বাচনের বছর | ২০১৪ |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
মোট ভোটদাতা | ১,৬০০,২৯৩[1] |
বিধানসভা কেন্দ্র | হরিপাল তারকেশ্বর পুরশুড়া আরামবাগ (এসসি) গোঘাট (এসসি) খানাকুল চন্দ্রকোণা (এসসি) |
বিধানসভা কেন্দ্রসমূহ
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে পশ্চিমবঙ্গ এর আরামবাগ (এসসি) লোকসভা কেন্দ্রে ২০০৬ সাল থেকে নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলির সমন্বয়ে গঠিত:[2]
- ১৯৬ নং হরিপাল
- ১৯৮ নং তারকেশ্বর
- ১৯৯ নং পুরশুড়া
- ২০০ নং আরামবাগ (এসসি)
- ২০১ নং গোঘাট (এসসি)
- ২০২ নং খানাকুল
- ২৩২ নং চন্দ্রকোণা (এসসি)
পূর্বে নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলি আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল:[3]
- ১৮৫ নং তারকেশ্বর
- ১৯২ নং পুরশুড়া
- ১৯৩ নং খানাকুল (এসসি)
- ১৯৪ নং আরামবাগ
- ১৯৫ নং গোঘাট (এসসি)
- ১৯৬ নং চন্দ্রকোণা
- ১৯৭ নং ঘাটাল (এসসি)
সংসদ সদস্য
লোকসভা | স্থিতিকাল | কেন্দ্র | এমপির নাম | পার্টি |
---|---|---|---|---|
চতুর্থ লোকসভা | ১৯৬৭-৭১ | আরামবাগ | অমিয়নাথ বোস | সারা ভারত ফরওয়ার্ড ব্লক [4] |
পঞ্চম লোকসভা | ১৯৭১-৭৭ | মনোরঞ্জন হাজরা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[5] | |
ষষ্ঠম লোকসভা | ১৯৭৭-১৯৮০ | প্রফুল্ল চন্দ্র সেন | ভারতীয় লোক দল [6] | |
সপ্তম লোকসভা | ১৯৮০-১৯৮৪ | বিজয় কৃষ্ণ মোদক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[7] | |
অষ্টম লোকসভা | ১৯৮৪-১৯৮৯ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[8] | |
নবম লোকসভা | ১৯৮৯-১৯৯১ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[9] | |
দশম লোকসভা | ১৯৯১-১৯৯৬ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[10] | |
একাদশ লোকসভা | ১৯৯৬-১৯৯৮ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[11] | |
দ্বাদশ লোকসভা | ১৯৯৮-১৯৯৯ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[12] | |
ত্রয়োদশ লোকসভা | ১৯৯৯-২০০৪ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[13] | |
চতুর্দশ লোকসভা | ২০০৪-২০০৯ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[14] | |
পঞ্চদশ লোকসভা | ২০০৯-২০১৪ | শক্তি মোহন মালিক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[15] | |
ষোড়শ লোকসভা | ২০১৪-২০১৯ | অপরূপা পোদ্দার (আফরিন আলী ) | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[16] | |
সপ্তদশ লোকসভা | ২০১৯-বর্তমান | অপরূপা পোদ্দার (আফরিন আলী ) | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
সাধারণ নির্বাচন, ১৯৬৮-২০১৯
বেশিরভাগ প্রতিযোগিতা ছিল বিভিন্ন ধরনের।তবে, কেবল বিজয়ী এবং রানারআপের নিচে উল্লেখ করা হয়েছে:
বছর | জয়ী | রানার আপ | ||
---|---|---|---|---|
প্রার্থী | পার্টি | প্রার্থী | পার্টি | |
১৯৬৭ | অমিয়নাথ বোস | সারা ভারত ফরওয়ার্ড ব্লক | শচিন চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস[4] |
১৯৭২ | মনোরঞ্জন হাজরা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | শক্তি মোহন রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস[5] |
১৯৭৭ | প্রফুল্ল চন্দ্র সেন | ভারতীয় লোক দল | শক্তি মোহন রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস[6] |
১৯৮০ | বিজয় কৃষ্ণ মোদক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | প্রফুল্ল চন্দ্র সেন | জনতা পার্টি [7] |
১৯৮৪ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | গোপাল দাস নাগ | ভারতীয় জাতীয় কংগ্রেস[8] |
১৯৮৯ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | শেখ হাসান ইমাম | ভারতীয় জাতীয় কংগ্রেস[9] |
১৯৯১ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | শেখ হাসান ইমাম | ভারতীয় জাতীয় কংগ্রেস[10] |
১৯৯৬ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | মনোরঞ্জন হাজরা | ভারতীয় জাতীয় কংগ্রেস[11] |
১৯৯৮ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | চুনিলাল চক্রবর্তী | ভারতীয় জনতা পার্টি [12] |
১৯৯৯ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | চুনিলাল চক্রবর্তী | ভারতীয় জনতা পার্টি [13] |
২০০৪ | অনিল বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | স্বপন কুমার নন্দী | ভারতীয় জনতা পার্টি [14] |
২০০৯ | শক্তি মোহন মালিক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | শম্ভু নাথ মালিক | ভারতীয় জাতীয় কংগ্রেস[15] |
২০১৪ | অপরূপা পোদ্দার (আফরিন আলী) | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | শক্তি মোহন মালিক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[16] |
২০১৯ | অপরূপা পোদ্দার | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | তপন কুমার রায় | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচনী ফলাফল
সাধারণ নির্বাচন ২০১৯
সাধারণ নির্বাচন, ২০১৪
সাধারণ নির্বাচন, ২০১৯: আরামবাগ | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল কংগ্রেস | অপরূপা পোদ্দার | ৬,৪৯,৯২৯ | ৪৪.১৫ | -১০.৭৯ | |
বিজেপি | তপন কুমার রায় | ৬,৪৮,৭৮৭ | ৪৪.০৮ | +৩২.৪৫ | |
সিপিআই(এম) | শাক্তি মোহন মালিক | ১,০০,৫২০ | ৬.৮৩ | -২২.৬৮ | |
কংগ্রেস | জ্যোতি কুমারী দাস | ২৫,১২৮ | ১.৭১ | -০.৩৩ | |
রাষ্ট্রীয় জনধিকার সুরক্ষা পার্টি | বিনয় কুমার মালিক | ৮,৬৬৯ | ০.৫৯ | ||
নির্দল | চিত্তরঞ্জন মল্লিক | ৭,৬৪৮ | ০.৫২ | ||
বিএসপি | সমীর মিত্র | ৪,৭১৪ | ০.৩২ | ||
এসইউসিআই(সি) | প্রশান্ত মালিক | ৩,৪৭৩ | ০.২৪ | ||
ভারতীয় ন্যায়-অধিকার রক্ষা পার্টি | ঝন্টু লাল পাকড়ে | ২,৬১৮ | ০.১৮ | ||
নোটা | নোটা | ২৯,৪৯৫ | ১.৩৮ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,১৪২ | ০.০৭ | -২৫.৩৯ | ||
ভোটার উপস্থিতি | ১৪,৭১,৯৮১ | ৮৩.৪৯ | -১.৬২ | ||
নিবন্ধিত ভোটার | ১৭,৬২,৯৯৫ | ||||
তৃণমূল কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -২১.৬২ | |||
সাধারণ নির্বাচন, ২০১৪: আরামবাগ[16] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল কংগ্রেস | অপরূপা পোদ্দার (আফরিন আলী) | ৭৪৮,৭৬৪ | ৫৪.৯৪ | না | |
সিপিআই(এম) | শাক্তি মোহন মালিক | ৪০১,৯১৯ | ২৯.৫১ | -২৫.২৯ | |
বিজেপি | মধুসূদন বাগ | ১৫৮,৪৮০ | ১১.৬৩ | +৬.৬৬ | |
কংগ্রেস | শম্ভু নাথ মালিক | ২৭,৮৭২ | ২.০৪ | -৩৪.৮১ | |
জেডিপি | গনেশ বাগ | ৭,০৬২ | ০.৫১ | -১.৩৫ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৪৬,৮৪৫ | ২৫.৪৬ | +৮.১৪ | ||
ভোটার উপস্থিতি | ১৩,৬১,৯৩৪ | ৮৫.১১ | +০.৫৩ | ||
সিপিআই(এম) থেকে তৃণমূল কংগ্রেস অর্জন করেছে | ঘুরে যাওয়া | +৪২.৬৪ | |||
রাজনৈতিক দল | বিজিত আসনের সংখ্যা | আসনের হ্রাসবৃদ্ধি | প্রাপ্ত ভোটের শতকরা হার |
---|---|---|---|
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ৩৪ | ![]() |
৩৯.৩ |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ২ | ![]() |
২২.৭ |
ভারতের কমিউনিস্ট পার্টি | ০ | ![]() |
২.৩ |
বিপ্লবী সমাজতন্ত্রী দল | ০ | ![]() |
২.৪ |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ০ | ![]() |
২.১ |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ৪ | ![]() |
৯.৬ |
ভারতীয় জনতা পার্টি | ২ | ![]() |
১৬.৮ |
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) | ০ | ![]() |
০.৭ |
সূত্র: ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪ – রাজনৈতিক দলগুলির রাজ্যভিত্তিক বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
ভারতের সাধারণ নির্বাচন, ২০০৯ – রাজনৈতিক দলগুলির বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
তথ্যসূত্র
- "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014"। West Bengal। Election Commission of India। জুন ৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪।
- "Delimitation Commission Order No. 18" (PDF)। Table B – Extent of Parliamentary Constituencies। Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২৭।
- "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF)। Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০১০-১০-০১।
- "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF)। West Bengal। Election Commission of India। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬।