আমলসার ইউনিয়ন

আমলসার বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলা, মাগুরার একটি ইউনিয়ন

আমলসার
ইউনিয়ন
২নং আমলসার ইউনিয়ন পরিষদ
আমলসার
বাংলাদেশে আমলসার ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩.৩৮° উত্তর ৮৯.২৫° পূর্ব / 23.38; 89.25
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামাগুরা জেলা
উপজেলাশ্রীপুর উপজেলা, মাগুরা
সরকার
  চেয়ারম্যানসেবানন্দ বিশ্বাস (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট২৫.৯৭ কিমি (১০.০৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৫,৬৭৯
  জনঘনত্ব৯৯০/কিমি (২৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩১.২০ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৬১০
ওয়েবসাইটhttp://amalsharup.magura.gov.bd

আয়তন

আমলসার ইউনিয়নের আয়তন ২৫.৯৭ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

আমলসার ইউনিয়নের জনসংখ্যা ২৫,৬৭৯ জন।

ইতিহাস ও নামকরন

অবস্থান ও সীমানা

শ্রীপুর উপজেলার পূর্বাংশে আমলসার ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে গড়াই নদী, পশ্চিমে গয়েশপুর ইউনিয়ন ,ঝিনাইদহ জেলা, দক্ষিণে শ্রীপুর ইউনিয়ন এবং পূর্বে দ্বারিয়াপুর ইউনিয়ন

প্রশাসনিক কাঠামো

আমলসার ইউনিয়ন শ্রীপুর উপজেলা, মাগুরার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শ্রীপুর উপজেলা, মাগুরার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৯১ নং নির্বাচনী এলাকা মাগুরা-১ এর অংশ। এ ইউনিয়নে ১২টি ওয়ার্ড এবং ২৯টি গ্রাম রয়েছেঃ

  • আমলসার
  • বদনপুর
  • সুন্দরপুর
  • বিলনাথুর
  • ছোটউদাস
  • চরউদাস
  • কালিনগর
  • করন্ডী
  • করন্ডী-বালিয়াঘাটা
  • করন্ডী-কোদলা
  • পূর্ব রাজাপুর
  • পশ্চিম রাজাপুর
  • টিকারবিলা
  • আড়ুয়াডাঙ্গী
  • পশ্চিম রাজাপুর-বালিয়াঘাটা
  • দুর্গাপুর
  • রাকসাকান্দী
  • ইন্দুরবাড়ীয়া
  • রামচন্দ্রপুর
  • চররামচন্দ্রপুর
  • রামচন্দ্রপুর-কোদলা
  • বিলসোনাই
  • চরপাড়া
  • কচুবাড়ীয়া
  • মাদিয়াপাড়া
  • চরইসলামপুর
  • চরিয়াপাড়া
  • দরিয়াপাড়া
  • আধারকোঠা[1]

শিক্ষা ব্যবস্থা

আমলসার ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়,১টি মাদ্রাসা,১০টি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি এনজিও কেন্দ্র রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হলঃ

মাধ্যমিক বিদ্যালয়
  • বিলসোনাই মাধ্যমিক বিদ্যালয়
  • বদনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
  • টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়
মাদ্রাসা
  • লাঙ্গলবাঁধ দারুল ইহসান ছিদ্দিকিয়া আলীয়া মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • বদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আমলসার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • করন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছোট উদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • টিকারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বিলসোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বিলনাথুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
এনজিও কেন্দ্র
  • ব্র্যাক

যোগাযোগ ব্যবস্থা

গড়াই নদীর পাশে আমলসার ইউনিয়ন অবস্থিত। উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য পাঁকা রাস্তা রয়েছে। তাছাড়া ইউনিয়নের ভিতরে পাঁকা এবং কাঁচা রাস্তা রয়েছে। নদীর পাশে অবস্থিত বিধায় নৌ-পথ যোগাযোগের আরো একটি অন্যতম মাধ্যম।

অর্থনীতি

এনজিও
বীমা
  • ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  • পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  • আল আরাফাহ ইসলামী ইন্সুরেন্স কো-অপারেটিভ লিমিটেড
  • আল বারাকা লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  • ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা
  • প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  • জীবন বীমা কর্পোরেশন
  • বায়রা লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  • আমেরিকান লাইফ ইন্সুরেন্স লিমিটেড
  • পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড[3]
পেশাজীবি সংগঠন
  • নিজেরা করি ভুমিহীন সংগঠন
  • আব্দুল্লাহপুর জেলে সমবায় সমিতি
  • বুড়িরপাড় যুব উন্নয়ন সমিতি
  • জিন্নতপুর কৃষক সমিতি[4]

খাল ও নদী

আমলসার ইউনিয়নের দক্ষিণ পাশে দিয়ে বয়ে গেছে গড়াই নদী

খাল

খাল আছে ৩টিঃ

  • মহিশা খোলার খাল
  • বলরামপুর খাল
  • মাদিয়ার বিলের খাল

হাট-বাজার

আমলসার ইউনিয়নের হাট-বাজারের তালিকাঃ

  • আমলসার বাজার
  • টিকারবিলা বাজার
  • কালিনগর বাজার
  • রাজাপুর-দুর্গাপুর হাট
  • টিকারবিলা বাজার

দর্শনীয় স্থান

কৃতী ব্যক্তিত্ব

  • মো:গোলাম মুক্তাদির রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান
  • কবি আফসার উদ্দিন

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যানঃ সেবানন্দ বিশ্বাস[5]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "গ্রামভিত্তিক লোকসংখ্যা"www.amalsharup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯
  2. "এনজিও"www.amalsharup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯
  3. "বীমা"www.amalsharup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯
  4. "পেশাজীবি সংগঠন"www.amalsharup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯
  5. "ইউপি চেয়ারম্যান"www.amalsharup.magura.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.