আমজাদ হোসেন সরকার

আমজাদ হোসেন সরকার বাংলাদেশের নীলফামারী জেলার একজন রাজনীতিবিদ। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ আংশিক) আসনে চারদলীয় ঐক্যজোট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[2]

আমজাদ হোসেন সরকার
নীলফামারী-৪ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) [1]
কাজের মেয়াদ
২০০১  ২০০৬
প্রধানমন্ত্রীবেগম খালেদা জিয়া
ব্যক্তিগত বিবরণ
জন্মনীলফামারী জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
জীবিকারাজনীতিবিদ

জন্ম ও প্রাথমিক জীবন

আমজাদ হোসেন সরকার ১৯৫৮ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশের নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

আমজাদ হোসেন সরকার তার রাজনৈতিক জীবনের প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছেন। একবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, চারবার সৈয়দপুর পৌরসভার মেয়র এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।[2][3]

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি আমজাদ হোসেন সরকার ও সংগীতশিল্পী বেবী নাজনীন, দুইজনকে মনোনয়ন দিয়েছিল। আমজাদ হোসেন সরকারকে দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। কিন্তু তার প্রার্থিতা স্থগিত করে দেন নির্বাচন কমিশন। ফলে তিনি ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই।[4][5][6][7]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  2. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  3. "নীলফামারী-৪ আসন পুনরুদ্ধারে বিএনপির মনোনয়ন চান আমজাদ সরকার"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬
  4. "নীলফামারী-৪ আসন বিএনপির আমজাদ হোসেন সরকারের"www.jaijaidinbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬
  5. "নীলফামারী-৪ আসনে বিএনপির আমজাদ হোসেনের প্রার্থিতা স্থগিত | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬
  6. "নীলফামারী-৪ : বিএনপির প্রার্থী নেই, হতাশ কর্মী-সমর্থকরা"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬
  7. "নীলফামারী ৪: মহাজোটের প্রত্যাশা হ্যাটট্রিক জয়, আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি | সারাদেশ"ittefaq। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬

বহিঃসংযোগ

অষ্টম জাতীয় সংসদ সদস্যদের তালিকা

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.