আমচোং বন্যপ্রাণ অভয়ারণ্য
আমচোং অভয়ারণ্য (অসমীয়া: আমচোং অভয়াৰণ্) অসমের কামরূপ জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। এটি পূর্ব-কামরূপ বনবিভাগের অন্তর্গত।
আমচোং অভয়ারণ্য | |
---|---|
![]() ![]() | |
অবস্থান | গুয়াহাটি, অসম, ভারত |
নিকটবর্তী শহর | গুয়াহাটি |
স্থানাঙ্ক | ২৬°৪৮′২১″ উত্তর ৯১°৪৪′২৫″ পূর্ব[1] |
আয়তন | ৭৮.৬৮ বর্গকিলোমিটার (৩০.৩৮ বর্গমাইল) |
কর্তৃপক্ষ | পরিবেশ ও বন বিভাগ, আসাম |
ইতিহাস
২০০৪ সনের ১৯ জুন তারিখে এই বনাঞ্চলকে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়[2] ।
ভৌগোলিক বিবরণ
আমচোং অভয়ারণ্যের আয়তন প্রায় ৭৮.৬৮ বর্গকি:মি:[3]। গুয়াহাটি রেল স্টেশন থেকে এর দূরত্ব প্রায় ১৫কি:মি:।
জৈববৈচিত্র
প্রাণী
- উদ্ভিদ: এখানে সাধারনত পর্ণমোচী উদ্ভিদ[2] ও কিছু কিছু অঞ্চলে ঘাঁস জাতীয় উদ্ভিদ দেখা যায়।
- প্রাণী: হাতি, আসামি বানর, উল্লুক, মুখপোড়া হনুমান ইত্যাদি[3]।
- পাখি: হাড়গিলা, কাও ধনেশ ইত্যাদি।
- সরীসৃপ: ফেঁটীসাপ, পাইথন, কচ্ছপ ইত্যাদি।
আরও দেখুন
- অসমের সংরক্ষিত অঞ্চলসমূহ
- বাংলাদেশের সংরক্ষিত এলাকার তালিকা
তথ্যসূত্র
- "Bornadi Wildlife Sanctuary"। Wikimapia.org। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৯।
- "Amchang Wildlife Sancturary"। enajori.com। enajori.com। ১৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগষ্ট ২০১৩।
- "Amchang Wildlife Sanctuaries"। AMTRON। Department of Environment and Forests, Govt. of Assam। সংগ্রহের তারিখ ২২ আগষ্ট ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.