দীপর বিল

দীপর বিল (অসমীয়া: দীপৰ বিল) (উচ্চারণ: dɪpɔ:(r) bɪl) ভারতের আসামের কামরূপ জেলার গুয়াহাটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি বিল।[1]

দীপর বিল
অবস্থানগুয়াহাটি, কামরূপ, আসাম
স্থানাঙ্ক২৬.১৩° উত্তর ৯১.৬৬° পূর্ব / 26.13; 91.66
ধরনস্বাদু জল
অববাহিকার দেশসমূহ ভারত
পৃষ্ঠতল অঞ্চল৪,০১৪ কিমি (১,৫৫০ মা)
গড় গভীরতা মি (৩.৩ ফু)
সর্বাধিক গভীরতা মি (১৩ ফু)
পৃষ্ঠতলীয় উচ্চতা৫৩ মি (১৭৪ ফু)
জনবসতিবিলের ধারের বারোটি গ্রাম
প্রাতিষ্ঠানিক নামদীপর বিল
অন্তর্ভুক্তির তারিখ১৯ আগস্ট ২০০২

দীপর বিল পাখি আশ্রয়স্থলের বিস্তার ৪১৪ হেক্টর এলাকা যার বেশিরভাগ বিল এলাকায় পড়েছে। এই আশ্রয় এলাকায় বিভিন্ন প্রজাতির পাখির রক্ষণাবেক্ষণ করা হয়। আসামের বন বিভাগ পাখি ফাঁদে আটকান প্রতিরোধে আইন করেছে, কিন্তু আইন প্রয়োগের জন্য এখনো যথেষ্ট পদক্ষেপ নেই। এই বিলে ১২০ প্রজাতির অধিক পাখির প্রজাতি দেখা যায়, যেগুলোর মধ্যে মাছরাঙা, মাছধরা ঈগল, অ্যাডজুটেন্ট সারস এবং প্রচুর পাতিহাঁস দেখা যায়।[2] একটি নজর মিনার পাখি এবং নিরাপত্তার উদ্দেশ্যে বিলের তীরে স্থাপন করা হয়েছে।[3]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Ramsar Wetlands Information Sheet Deepor Beel" (PDF)Ramsar Convention on Wetlands official website। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৭, ২০০৭
  2. "Deepor Beel Bird Sanctuary, Guwahati"। ১৩ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৭
  3. Save Deepor Beel Now or Never by Indrajit Dutta

টেমপ্লেট:দক্ষিণ এশিয়ার জলাভূমি

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.