আফগানী রন্ধনশৈলী

আফগানী রন্ধনশৈলী দেশের প্রধান ফসল, যেমন গম, ভুট্টা, বার্লি এবং চাল ইত্যাদির উপর ভিত্তি করে সমৃদ্ধি লাভ করেছে। এই সকল প্রধান খাদ্যের পাশাপাশি দেশীয় ফল এবং সবজি সাথে দুগ্ধজাত পণ্য যেমন দুধ, দই ও মাঠা খাদ্য তালিকায় যুক্ত হয়েছে। কাবুলি পোলাও আফগানিস্তানের জাতীয় খাবার। এদের খাবারের মাধ্যমে জাতিগত এবং ভৌগলিক বৈচিত্র্য প্রস্ফুটিত হয়েছে।[1]  আফগানিস্তান উচ্চ মানের ডালিম, আঙ্গুর এবং মিষ্টি ফুটবল আকৃতির তরমুজের জন্য পরিচিত। [2]

কিছু জনপ্রিয় আফগান খাবার। বাম থেকে ডানে: 1. ল্যাম্ব ভাজা কাবাব (শিক কাবাব); 2. কাবুলি পোলাও এবং সালাদ; 3. তন্দুরি চিকেন; এবং 4. মান্তু

প্রধান খাবার

নান (রুটি), যা আফগানিস্তানে ব্যাপকভাবে খাওয়া হয়
আফগান পুরুষদের দুপুরের আহার,  কুনার প্রদেশের
ভাতের সঙ্গে কোফতা এবং ভুট্টা

বাইরে খাওয়া

আফগানেরা সাধারনত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে না। আফগানিস্তানের অনেক রেস্টুরেন্টে সপরিবারে খাওয়ার জন্য বুথ বা পৃথক স্থানের ব্যবস্থা আছে।

তথ্যসূত্র

  1. Brittin, Helen (২০১১)। The Food and Culture Around the World Handbook। Boston: Prentice Hall। পৃষ্ঠা 20–21।
  2. "melon, Afghan Honeydew"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭ অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.