আকাশবাণী মৈত্রী

আকাশবাণী মৈত্রী বাংলা ভাষার একটি বহির্দেশীয় রেডিও স্টেশন। বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীদের জন্য এই সম্প্রচার পরিসেবা চালু করে ভারতের সরকারি বেতার সংস্থা ‘অল ইন্ডিয়া রেডিও’।[1] এজন্য কলকাতার হুগলি জেলার চুঁচুড়াতে এক হাজার মেগাওয়াট সম্পন্ন ট্রান্সমিটার বসানো হয় ফলে এটির সম্প্রচার কলকাতা ছাড়াও বাংলাদেশ থেকে শোনা যায়।

আকাশবাণী মৈত্রী
সম্প্রচার এলাকাকলকাতা (ভারত)
বাংলাদেশ
স্লোগানদুই বাংলার মনের কথা
ফ্রিকোয়েন্সি৫৯৪ kHz / ৫০৫ মিটার
ভাষাবাংলা
ওয়েবকাস্টওয়েব স্ট্রীমিং

ইতিহাস

২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ভারত ও বাংলাদেশের বিষয়বস্তু নিয়ে একটি রেডিও চ্যানেল প্রতিষ্ঠার বিষয় আলোচনা হয়। পরবর্তীতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রk এই রেডিও স্টেশন চালুর সিদ্ধান্ত নেয়। ২৩ আগস্ট ২০১৬ সালের ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতার রাজভবন থেকে আনুষ্ঠানিকভাবে এই চ্যানেলের উদ্বোধন করেন।[2][3]

অনুষ্ঠানমালা

এই স্টেশন প্রতিদিন দুইভাগে ১৬ ঘণ্টা করে বাংলা অনুষ্ঠানমালা প্রচারিত করে।

প্রচারের সময়
ভারতীয় সময়
  • ০৬:০০ – ১৪:৩০
  • ১৫:৩০ – ২৩:০০

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.