অ্যাড্রিয়াটিক সাগর
আড্রিয়াটিক সাগর (প্রাচীন নাম Adria বা Mare Adriaticum) ভূমধ্যসাগরের একটি বাহু যা দক্ষিণ ইউরোপে ইতালির পূর্ব উপকূল ও বলকান উপদ্বীপের পশ্চিম উপকূলের মধ্যভাগে অবস্থিত। আড্রিয়াটিক সাগর দক্ষিণ প্রান্তে ওত্রান্তো প্রণালীর মাধ্যমে আয়োনীয় সাগরের সাথে যুক্ত হয়েছে। উত্তরে ভেনিস উপসাগর এবং উত্তর-পূর্বের ত্রিয়েস্তে উপসাগর আড্রিয়াটিক সাগরের প্রধান দুইটি উপসাগর। পশ্চিম উপকূলটি তুলনামূলকভাবে নিচু ও পোতাশ্রয়ের পরিমাণ কম। উত্তরের উপকূল জলাময় এবং লেগুনে পূর্ণ। পূর্বের আলবেনীয় উপকূল খাড়া ও পাহাড়ি। বসনিয়া ও হার্জেগোভিনা এবং ক্রোয়েশিয়ার উপকূলের কাছে রয়েছে বহু দ্বীপ। আড্রিয়াটিক সাগরের আয়তন ১,৩২,০০০ বর্গকিলোমিটার। পূর্বের শিলাময় উপকূল শীতকালে নাবিকদের জন্য ঝুঁকিপূর্ণ; এসময় উত্তর-পূর্ব দিক থেকে বোরা নামের ঝোড়ো হাওয়া প্রবাহিত হয়। আড্রিয়াটিক সাগরের প্রধান বন্দরগুলির মধ্যে আছে ত্রিয়েস্তে, ভেনিস, আঙ্কোনা, বারি এবং ব্রিন্দিসি। আড্রিয়াটিক সাগরের মৎস্যশিল্প উচ্চ উৎপাদনশীল।
