অভয়াকরগুপ্ত

অভয়াকরগুপ্ত (মৃত্যু ১১২৫) একাদশ-দ্বাদশ শতাব্দীর একজন ভারতীয় বৌদ্ধ পন্ডিত ছিলেন।[1][2]

অভয়াকরগুপ্ত

সংক্ষিপ্ত জীবনী

অভয়াকরগুপ্ত প্রাচীন বঙ্গদেশের ঝারিখণ্ডে জন্মগ্রহণ করেন।[3] তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়বুদ্ধগয়া থেকে শিক্ষালাভ করে পন্ডিত হিসেবে বিখ্যাত হন।[4] পাল সম্রাট রামপালের সমসাময়িক এই বৌদ্ধ পন্ডিত[5] বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিযুক্ত হন।

রচনা

তিনি প্রায় কুড়িটি বজ্রযান বৌদ্ধগ্রন্থ রচনা করেন। তিনি শ্রীসম্পুটতন্ত্ররাজটীকা, বজ্রযানপত্তিমঞ্জরী[3], নিষ্পন্নযোগাবলী[1] ও মুনিমতালঙ্কার নামক গ্রন্থগুলি রচনা করেন।[6]

অবতার

তিব্বতী ঐতিহ্যে পাঞ্চেন লামাদেরকে অমিতাভের অবতার রূপে কল্পনা করা হয়। প্রথম পাঞ্চেন লামা ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাংয়ের পূর্বে চারজন ভারতীয় ও তিনজন তিব্বতী সাধকের নাম কল্পনা করা হয়। এই হিসেবে অভয়াকরগুপ্তকে বুদ্ধ অমিতাভের চতুর্থ ভারতীয় অবতার রূপে তিব্বতী বৌদ্ধধর্মে মনে করা হয়।[7]

তথ্যসূত্র

  1. Nakamura, Hajime. (1980) Indian Buddhism: A Survey with Biographical Notes. 1st Indian Edition (1987), Motilal Barnasidass, Delhi, p. 335.
  2. A. K. Warder (1970) Indian Buddhism. 2nd revised edition: Motilal Banarsidass, Delhi. (1970), p. 485.
  3. বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব, নীহাররঞ্জন রায়, দে’জ পাবলিশিং, কলকাতা, চতুর্থ সংস্করণ, অগ্রহায়ণ, ১৪১০ বঙ্গাব্দ, পৃ.৫৯৫ আইএসবিএন ৮১-৭০৭৯-২৭০-৩
  4. Das, Sarat Chandra. Contributions on the Religion and History of Tibet (1970), p. 91. Manjushri Publishing House, New Delhi. First published in the Journal of the Asiatic Society of Bengal, Vol. LI (1882).
  5. Warder, A. K. (1970) Indian Buddhism. 2nd revised edition: Motilal Banarsidass, Delhi. (1970), p. 485.
  6. Tenzin Gyatso, the Fourteenth Dalai Lama. (1999) Kālachakra Tantra Rite of Initiation: For the Stage of Generation. Translated by Jeffry Hopkins. Enlarged edition, p. 141. Wisdom Publications, Boston. আইএসবিএন ০-৮৬১৭১-১৫১-৩.
  7. Stein, R. A. Tibetan Civilization, (1972) p. 84. Stanford University Press, Stanford, California. আইএসবিএন ০-৮০৪৭-০৮০৬-১ (cloth); আইএসবিএন ০-৮০৪৭-০৯০১-৭ (pb).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.